‘একতরফা’ তপশিল বাতিল এবং একদফার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপিসহ বিরোধীদলগুলোর ডাকা দেশব্যাপী চলমান নবম দফার অবরোধের সমর্থনে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
আজ সোমবার (৪ ডিসেম্বর) শহরের আজাদ ডক্টর মোড় থেকে শফির মিয়ার বাজার পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয়।
জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে মিছিলে জেলা শহর এবং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলকারীরা অবরোধ সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বিএনপির একদফা আন্দোলনের ধারাবাহিকতায় নবম দফায় রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৬টায় এই অবরোধ শেষ হবে।
মন্তব্য করুন