কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
রংপুর বিভাগ

বৈধ প্রার্থী ২১৮, মনোনয়ন বাতিল ৭২

রংপুর বিভাগের ম্যাপ।
রংপুর বিভাগের ম্যাপ।

পঞ্চগড়-১ আসনে যাচাই বাছাই শেষে ১১ জনের মনোনয়ন বৈধ এবং ৪ জনের বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, জেলা আওয়ামী কৃষকলীগের সদস্য আকতারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির মিল্টন রায় এবং মুক্তিজোটের আব্দুল মজিদ। পঞ্চগড়-২ আসনে কোনো মনোনয়ন বাতিল হয়নি এবং মোট ৫জনের মনোনয়ন বৈধ হয়েছে।

ঠাকুরগাঁও- ১ আসনে ৬ জনের মনোনয়ন বৈধ এবং ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থী হলেন যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার মোল্লা। ঠাকুরগাঁ-২ আসনে মোট ৭ জনের মনোনয়ন বৈধ হয়েছে। কারও মনোনয়ন বাতিল হয়নি। ঠাকুরগাঁও-৩ আসনে ৫ জনের মনোনয়ন বৈধ এবং ১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী আশা মনি।

দিনাজপুর-১ (বীরগঞ্জ- কাহারোল) আসনে ৬ জনের মনোনয়ন বৈধ এবং ১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু হুসাইন বিপু। দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে মোট ৪ জনের মনোনয়ন বৈধ হয়েছে। কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। দিনাজপুর-৩ আসনে মোট ৭ জনের মনোনয়ন বৈধ এবং ১ জনের বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ। দিনাজপুর-৪ আসনে মোট ৪ জনের মনোনয়ন বৈধ হয়েছে। কারও মনোনয়ন বাতিল হয়নি। দিনাজপুর-৫ আসনে মোট ৫ জনের মনোনয়ন বৈধ এবং ১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ব্রিগেডিয়ার (অব.) তোজাম্মেল হক। দিনাজপুর-৬ আসনে মোট ৪ জনের মনোনয়ন বৈধ এবং ১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বাতিলকৃত প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী মো. শাহ নেওয়াজ ফিরোজ শুভ।

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) মোট ৫ জনের মনোনয়ন বৈধ এবং ৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য এবং স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান, স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন তাজু ও আব্দুল বাকি। লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে মোট ৬ জনের মনোনয়ন বৈধ, ৪ জনের বাতিল ও ১ জনের স্থগিত ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন জাকের পার্টির প্রার্থী মো. রজব আলী, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী দেলাব্বর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোছা. হালিমা খাতুন ও রবীন্দ্রনাথ বর্ম্মণ। লালমনিরহাট-৩ (লালমনিরহাট সদর) আসনে মোট ৭ জনের মনোনয়ন বৈধ এবং ১ জনের বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থী হলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী জাবেদ হোসেন বক্কর।

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী) আসনে মোট ৬ জনের মনোনয়ন বৈধ এবং ১ জনের বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থী হলেন স্বতন্ত্র মো. আতিকুর রহমান। কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে ৫ জনের মনোনয়ন বৈধ এবং ৬ জনের বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা হলেন শেফালী বেগম (বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএসপি), মো. আবু সুফিয়ান (স্বতন্ত্র), মো. নাজমুল হুদা (স্বতন্ত্র), মো. মশিউর রহমান (জাকের পার্টি), মো. শফিউজ্জামানর (স্বতন্ত্র) এবং মো. হামিদুল হক খন্দকার (স্বতন্ত্র)। কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে মোট ৭ জন প্রার্থীর সাবাইকে বৈধ ঘোষণা করা হয়। কারও মনোনয়ন বাতিল করা হয়নি। কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে মোট ৭ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৭ জনের মনোনয়নপ্রত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল প্রার্থীদের মধ্যে তিন জন দলীয় এবং চার জন স্বতন্ত্র। এরা হলেন- শাহ মো. নুর-ই শাহী (স্বতন্ত্র), মোহাম্মদ আবু শামিম হাবীব (কৃষক শ্রমিক জনতালীগ), আতিকুর রহমান খান (তৃণমূল বিএনপি), আব্দুল হামিদ (বাংলাদেশ কংগ্রেস), জোবাইদুল ইসলাম বাদল (স্বতন্ত্র), ফারুকুল ইসলাম (স্বতন্ত্র) এবং মো. মাছুম ইকবাল (স্বতন্ত্র)।

রংপুর-১ আসনে মোট ৯ জনের মনোনয়ন বৈধ এবং ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিলকৃত প্রার্থীরা হলেন- বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের সবুজ প্রামানিক, রংপুর জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মো. বখতিয়ার আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী মো. মোশারফ হোসেন। রংপুর-২ আসনে ৩ জনের মনোনয়ন বৈধ এবং ৩ জনের বাতিল করা হয়েছে। বাতিলকৃত প্রার্থীরা হলেন- রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য সুমনা আক্তার লিলি, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট রংপুর মহানগরীর সভাপতি মো. জিল্লুর রহমান। রংপুর-৩ আসনে মোট ৮ জনের মনোনয়ন বৈধ এবং ১ জনের বাতিল করা হয়েছে। বাতিলকৃত প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তরের নেতা এটিএম রকিবুল বাশার। রংপুর-৪ আসনে মোট ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। কারও মনোনয়ন বাতিল হয়নি। রংপুর-৫ আসনে মোট ৮ জনের মনোনয়ন বৈধ এবং ২ জনের বাতিল করা হয়েছে। বাতিলকৃত প্রার্থীরা হলো স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সরকার ও বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল ওয়াদুদ মিয়া। রংপুর-৬ আসনে মোট ৪ জনের মনোনয়ন বৈধ এবং ৫ জনের বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিলকৃত প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, তৃণমূল বিএনপির ইকবাল হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মাহবুল আলম, স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী ও জাকের পার্টির বেদারুল ইসলাম।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১২ জনের মনোনয়ন বৈধ এবং ৪ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃত প্রার্থীরা হলেন- বাংলাদেশ খেলাফত আন্দালনের মো. হাফিজার রহমান সরদার, স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন সরদার, এবিএম মিজানুর রহমান ও আব্দুল্লাহ নাহিদ নিগার। গাইবান্ধা-২ (সদর) আসনে ৫ জনের মনোনয়ন বৈধ এবং ৫ জনের বাতিল করা হয়েছে। বাতিলকৃতরা হলেন স্বতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবীর ও তার স্ত্রী মাসুমা আখতার, আবু তাহের সায়াদ চৌধুরী (কৃষক শ্রমিক জনতা লীগ), স্বতন্ত্র প্রার্থী রকিবুল ইসলাম ও সাজেদুর রহমান। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) ১০ জনের মনোনয়ন বৈধ এবং ২ জনের বাতিল করা হয়েছে। বাতিলকৃতরা হলেন জাসদের এসএম খাদেমুল ইসলাম খুদি ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর তৈয়ব জাহিদ নিউ। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৪ জনের মনোনয়ন বৈধ এবং ৩ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃতরা হলেন এনপিপির ডা. রুমি আকরাম, স্বতন্ত্র প্রার্থী শ্যামলেন্দু মোহন রায় ও জাহাঙ্গীর হোসেন। গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) ১০ জনের মনোনয়ন বৈধ এবং ২ জনের বাতিল হয়েছে। বাতিলকৃতরা হলেন স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী ও এইচএম এরশাদ।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মোট ৮ জনের মনোনয়ন বৈধ ও ২ জনের বাতিল হয়েছে। বাতিল প্রার্থীরা হলেন এনপিপির করুণাময় মল্লিক ও স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী (জনি)। নীলফামারী-২ (সদর) আসনের ৪ জনের মনোনয়ন বৈধ এবং ২ জনের বাতিল হয়েছে। বাতিল প্রার্থীরা হলেন এনপিপির বিকাশ চন্দ্র অধিকারী এবং স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন। নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ৯ জনের মনোনয়ন বৈধ এবং ৩ জনের বাতিল করা হয়েছে। বাতিলকৃতরা হলেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মার্জিয়া সুলতানা, হুকুম আলী খান ও মো. রোকুনুজ্জামান। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ৮ জনের মনোনয়ন বৈধ এবং ১ বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিলকৃত প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের সম্পত্তি ক্রোকের প্রস্তাব করবে আপ বাংলাদেশ

কলেজের অর্থ আত্মসাৎ করে লন্ডনে পাড়ি জমালেন শিক্ষক দম্পতি

তরুণদের আদর্শ হবে শহীদদের ত্যাগ : চসিক মেয়র

আখাউড়ায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

বিবিসির বিশ্লেষণ / তুরস্ক কেন প্রকাশ্যে ভারতের বিরোধিতা এবং পাকিস্তানকে সাহায্য করেছে?

সমাজে ভারসাম্যের জন্য কোরআনের সমাজ প্রতিষ্ঠার বিকল্প নাই : নূরুল ইসলাম বুলবুল 

ইউনাইটেড হাসপাতালের ৩০ কোটি টাকা কর বকেয়া : ডিএনসিসি প্রশাসক

চট্টগ্রামে কার্ডিওলজি বিশেষজ্ঞদের মিলনমেলা

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবি পার্টির আনন্দ মিছিল

পুলিশকে বৃদ্ধাঙুলি দেখিয়ে ফের অটোরিকশার দাপট চট্টগ্রামে

১০

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাল খেলাফত মজলিস

১১

স্থানীয় সরকারকে সংসদীয় ব্যবস্থার আদলে সাজানোর পরামর্শ সংস্কার কমিশন প্রধানের

১২

দেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজনীতি হবে না : আমীর খসরু

১৩

রাজনীতিবিদদের এখন সংস্কার নিয়ে আগ্রহ নেই : সংস্কার কমিশনের প্রধান

১৪

গোসলের সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

১৫

৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের খোঁজ নিলেন তারেক রহমান 

১৬

নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে এলো বাকৃবি শিক্ষার্থীরা

১৭

এতিমদের খাওয়ালেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

১৮

নিষিদ্ধঘোষিত সংগঠনগুলোর প্রতি ডিআইজি মল্লিকের কড়া হুঁশিয়ারি

১৯

আবদুল হামিদের বিদেশযাত্রা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

২০
X