কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ তালগোল পাকিয়ে ফেলেছে : রিজভী

বিক্ষোভ মিছিল শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বিক্ষোভ মিছিল শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

দেশে-বিদেশের গণতন্ত্রকামী মানুষরা শেখ হাসিনাকে ধিক্কার দিচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে তালগোল পাকিয়ে ফেলেছে আওয়ামী লীগ। তারা আমাদের সংস্কৃতি শিখাতে চায়। কিন্তু তাদের সংস্কৃতি তো হত্যা, গুম-খুনের। গণতন্ত্র নয়, মূলত: তারা কাউয়া সংস্কৃতিতে বিশ্বাস করে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং শেখ রবিউল আলম রবির মুক্তির দাবিতে শনিবার (১ জুলাই) সকালে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড় হয়ে পুনরায় নয়াপল্টনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, এ্যাব-এর সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, বিএনপি নেতা জাকির হোসেন, আরিফুর রহমান নাদিম, ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসার, ছাত্রদলের সহসভাপতি মিলাদ উদ্দীন ভুঁইয়া, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. তৌহিদ আউয়াল, ঢাকা মহানগর ছাত্রদলের পূর্বের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকিসহ কয়েকশ নেতাকর্মী।

মিছিল-পরবর্তী সমাবেশে রিজভী বলেন, ঈদের দিনেও আমাদের অঙ্গ-সংগঠন ছাত্রদল, যুবদলের অনেক নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। গোপালগঞ্জের মকসুদপুরে তারা মাইকিং করে বলেছে, বিএনপি নেতারা যেন ঈদের নামাজ আদায় করতে না পারে। আমাদের যে ধর্মীয় অধিকার আল্লাহর কাছে ইবাদত করার, সেই অধিকার শেখ হাসিনার স্বশস্ত্র সন্ত্রাসীরা কেড়ে নিয়েছে।

তিনি বলেন, এবারের কোরবানির ঈদে মানুষের ভোগান্তির শেষ নেই। ঈদের প্রাক্কালে বাড়ির উদ্দেশে যেদিন রওনা দিয়েছে, তার পরের দিন সন্ধ্যায় বা মাঝরাতে বাড়িতে পৌঁছেছে। কেউ কেউ ঈদের দিনেও বাড়ি পৌঁছেছে। এটার অবদান তো ওবায়দুল কাদেরের। আপনাদের সংস্কৃতি কী একটা মারলে দশটা মারতে হবে। দেশের বিখ্যাত একজন আইনজীবীকে বলেছেন ‘মুই কার খালুরে’? তার একজন বরেণ্য আইনজীবী ব্যারিস্টার রফিকের চোখ তুলে নিতে চেয়েছেন।

রিজভী বলেন, বিএনপি মানুষকে শ্রদ্ধা করে। আপনারা জনগণকে কৃতদাস মনে করেন। এই দেশে যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, তারাই তো সভ্যতায় বিশ্বাস করে, আপনাদের রক্তের মধ্যেও কর্তৃত্ববাদ, দুঃশাসন। আপনারা জনগণকে কৃতদাস মনে করেন। আপনাদের মুখ থেকেই বের হয় আজেবাজে কথা।

তিনি বলেন, আওয়ামী লীগের কালচার কাউয়া কালচার। এটা কোনো মানুষের কালচার না। আমরা এখনো বন্দি। আমরা বাইরে থাকলেও বন্দি, আমাদের কথা বলার স্বাধীনতা নেই। ক্ষমতাসীনদের বাজার সিন্ডিকেটের কারণে প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম যেভাবে হু হু করে বৃদ্ধি পেয়েছে তাতে মধ্যম ও স্বল্প আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই কোরবানির ঈদে রান্নার জন্য প্রয়োজনীয় যেসব জিনিসের প্রয়োজন হয় যেমন : চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ ও মসলাসহ অধিকাংশ খাদ্যপণ্যই ছিল মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। দেশের জনগণই যেন আওয়ামী সরকারের সবচেয়ে বড় প্রতিপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঙ্গিতপূর্ণ বার্তা তাসনূভা জাবীনের

নীতির প্রশ্নে আপস করেননি খালেদা জিয়া : খায়রুল কবির

ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

জুলাই সনদের আলোচনা হারিয়ে গেছে : চরমোনাই পীর

দায়িত্ব ছাড়ার পর ৩ কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস

ধারাভাষ্যে হিন্দিকে জাতীয় ভাষা বলায় তোপের মুখে সাবেক ভারতীয় কোচ

বাবা-ছেলের নৈপুণ্যে নোয়াখালীর টানা দ্বিতীয় জয়

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া আরেকটি বিয়ে নয়

প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকাস্থ কালিগঞ্জ-আশাশুনিবাসীর সঙ্গে ডা. শহিদুলের মতবিনিময়

১০

বিএনপির প্রার্থীকে শোকজ

১১

বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

১২

ভারতে আম্পায়ারিংয়ে শরফদ্দৌলা, যা বলছে বিসিবি

১৩

হজ ফ্লাইট নিয়ে নতুন নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

১৪

১৩ জেলার জন্য বড় দুঃসংবাদ

১৫

সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে গেলেন কোহলি

১৬

প্রার্থিতা ফিরে পেলেন কাজী রফিকুল

১৭

২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ

১৮

বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন শান্ত

১৯

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাঠাও চালকের মৃত্যু

২০
X