কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ তালগোল পাকিয়ে ফেলেছে : রিজভী

বিক্ষোভ মিছিল শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বিক্ষোভ মিছিল শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

দেশে-বিদেশের গণতন্ত্রকামী মানুষরা শেখ হাসিনাকে ধিক্কার দিচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে তালগোল পাকিয়ে ফেলেছে আওয়ামী লীগ। তারা আমাদের সংস্কৃতি শিখাতে চায়। কিন্তু তাদের সংস্কৃতি তো হত্যা, গুম-খুনের। গণতন্ত্র নয়, মূলত: তারা কাউয়া সংস্কৃতিতে বিশ্বাস করে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং শেখ রবিউল আলম রবির মুক্তির দাবিতে শনিবার (১ জুলাই) সকালে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড় হয়ে পুনরায় নয়াপল্টনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, এ্যাব-এর সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, বিএনপি নেতা জাকির হোসেন, আরিফুর রহমান নাদিম, ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসার, ছাত্রদলের সহসভাপতি মিলাদ উদ্দীন ভুঁইয়া, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. তৌহিদ আউয়াল, ঢাকা মহানগর ছাত্রদলের পূর্বের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকিসহ কয়েকশ নেতাকর্মী।

মিছিল-পরবর্তী সমাবেশে রিজভী বলেন, ঈদের দিনেও আমাদের অঙ্গ-সংগঠন ছাত্রদল, যুবদলের অনেক নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। গোপালগঞ্জের মকসুদপুরে তারা মাইকিং করে বলেছে, বিএনপি নেতারা যেন ঈদের নামাজ আদায় করতে না পারে। আমাদের যে ধর্মীয় অধিকার আল্লাহর কাছে ইবাদত করার, সেই অধিকার শেখ হাসিনার স্বশস্ত্র সন্ত্রাসীরা কেড়ে নিয়েছে।

তিনি বলেন, এবারের কোরবানির ঈদে মানুষের ভোগান্তির শেষ নেই। ঈদের প্রাক্কালে বাড়ির উদ্দেশে যেদিন রওনা দিয়েছে, তার পরের দিন সন্ধ্যায় বা মাঝরাতে বাড়িতে পৌঁছেছে। কেউ কেউ ঈদের দিনেও বাড়ি পৌঁছেছে। এটার অবদান তো ওবায়দুল কাদেরের। আপনাদের সংস্কৃতি কী একটা মারলে দশটা মারতে হবে। দেশের বিখ্যাত একজন আইনজীবীকে বলেছেন ‘মুই কার খালুরে’? তার একজন বরেণ্য আইনজীবী ব্যারিস্টার রফিকের চোখ তুলে নিতে চেয়েছেন।

রিজভী বলেন, বিএনপি মানুষকে শ্রদ্ধা করে। আপনারা জনগণকে কৃতদাস মনে করেন। এই দেশে যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, তারাই তো সভ্যতায় বিশ্বাস করে, আপনাদের রক্তের মধ্যেও কর্তৃত্ববাদ, দুঃশাসন। আপনারা জনগণকে কৃতদাস মনে করেন। আপনাদের মুখ থেকেই বের হয় আজেবাজে কথা।

তিনি বলেন, আওয়ামী লীগের কালচার কাউয়া কালচার। এটা কোনো মানুষের কালচার না। আমরা এখনো বন্দি। আমরা বাইরে থাকলেও বন্দি, আমাদের কথা বলার স্বাধীনতা নেই। ক্ষমতাসীনদের বাজার সিন্ডিকেটের কারণে প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম যেভাবে হু হু করে বৃদ্ধি পেয়েছে তাতে মধ্যম ও স্বল্প আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই কোরবানির ঈদে রান্নার জন্য প্রয়োজনীয় যেসব জিনিসের প্রয়োজন হয় যেমন : চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ ও মসলাসহ অধিকাংশ খাদ্যপণ্যই ছিল মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। দেশের জনগণই যেন আওয়ামী সরকারের সবচেয়ে বড় প্রতিপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের পর নিজের ভবিষ্যৎ বোর্ডের হাতে ছেড়ে দিলেন গম্ভীর

ভূমিকম্প / ঢাবির ৬ হলে কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়ন সম্পন্ন

গণসংযোগে জনস্রোত, আলিঙ্গনে সিক্ত নুরুদ্দিন আহাম্মেদ অপু

শিবির করায় ছাত্রত্ব বাতিল, একযুগ পর মাস্টার্সে পেলেন সিজিপিএ-৪

মানহানিকর বক্তব্য প্রচার নিয়ে আলী রীয়াজের বিবৃতি

১৪ দিন ধরে বন্ধ সোনাহাট বন্দর

ফেসবুকে নতুন সুবিধা, পরিচয় গোপন রেখেই আলোচনায় অংশ নেবেন যেভাবে

নিজ এলাকায় মিন্টুকে বরণ করতে উন্মুখ নেতাকর্মীরা

দুই দিন ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না তিন এলাকায়

টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের নিচে নামল ভারত

১০

১৭ বছর পর প্রবীরের অশ্রুভেজা প্রত্যাবর্তন

১১

কালবেলায় সংবাদ প্রকাশের পর রেলওয়ের চার কর্মকর্তাকে বদলি

১২

গ্রুপ চ্যাট চালু করল চ্যাটজিপিটি, জানুন ব্যবহার

১৩

অপহরণের পর ৪০ হাজার টাকা দাবি, না পেয়ে কিশোরকে হত্যা

১৪

কায়কোবাদকে নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

১৫

নতুন ইউএনও ১৬৬ উপজেলায়

১৬

খাজা এনায়েতপুর দরবার শরিফের পীরের ইন্তেকাল

১৭

বিপিএল নিলামে ২৫০ বিদেশি—প্রতি দলে খরচ ৯ কোটি

১৮

একটি দল দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে : মির্জা ফখরুল 

১৯

প্রথম নারী পুলিশ সুপার পেল বরিশাল

২০
X