আওয়ামী লীগ সরকার নির্বাচনের নামে প্রহসনে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি।
নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার নির্বাচনের নামে নির্মম প্রহসনের খেলায় মেতে উঠেছে। আজকে বাংলাদেশের মানুষ জানে আগামী নির্বাচনে কে বিজয়ী হবে। তাহলে নির্বাচনের জন্য এত কোটি কোটি টাকা খরচ করার কেন দরকার? বলেও প্রশ্ন রাখেন তিনি।
সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, বিএনপির কেন্দ্রিয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, আমিরুজ্জামান খান শিমুল, সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন