ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সচিব (ঢাকা বিভাগ) তরিকুল হাসান লিংকন বলেছেন, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী অতিক্রান্ত হলেও দেশে এখনও একটি টেকসই সমাজ ব্যবস্থা গড়ে ওঠেনি। আত্ম ও দল কেন্দ্রিকতার অশুভ প্রভাব বলয়ে আবদ্ধ হয়ে পড়ে দেশের রাজনীতি। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির অধিকতর চর্চা ও অনুশীলনের কারণে অন্যায়- অবিচার, সন্ত্রাস-দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এখনও অধরা রয়ে গেছে মহান মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন। তাই সুশাসন প্রতিষ্ঠাসহ দুর্নীতিমুক্ত দেশ গড়াই হোক এবারের বিজয় দিবসের অঙ্গীকার।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি আল্লামা মোশাররফ হোসেন হেলালী বলেছেন, এবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ। নির্বাচনের প্রতি জনগণের যে আস্থার সংকট তৈরি হয়েছে, এ নির্বাচনই হচ্ছে তা থেকে উত্তরণের সূবর্ণ সুযোগ। যেজন্য নির্বাচন কমিশনসহ সরকারকে দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসার উপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন এ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীদের চেয়ার মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আজ শনিবার সকালে ঢাকা পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি আল্লামা মোশাররফ হোসেন হেলালীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সচিব (ঢাকা বিভাগ) তরিকুল হাসান লিংকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত ঢাকা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু জাফর মোহাম্মদ হাবিব উল্লাহ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগর সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রধানিয়া, সহ সাধারণ সম্পাদজ আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক এস এম তারেক হোছাইন, মোহাম্মদ আবু নোমান ও দেলোয়ার হোছাইন ফয়সাল প্রমুখ।
মন্তব্য করুন