আবু শামা, কুবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:১১ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

বারবার দ্বন্দ্বে জড়াচ্ছে কুবি ছাত্রলীগ

কুবির দত্ত হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ছবি : কালবেলা
কুবির দত্ত হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ছবি : কালবেলা

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দফায় দফায় দ্বন্দ্বে জড়িয়েছে দত্ত হল শাখা ছাত্রলীগ।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে একই বিষয় নিয়ে হাতাহাতি করে হলের ছাত্রলীগ কর্মীরা। এর আগে দুপুরে প্রথম দফায় দ্বন্দ্বে জড়ায় তারা। এতে দুপক্ষের অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খাবারের টোকেন নিয়ে রবি চন্দ্র দাস ও খাবার বিতরণ দায়িত্বরতদের সাথে ঝামেলা হয়। ওই ঝামেলার সূত্র ধরেই রবিন চন্দ্র দাসকে আক্রমণ করে। রবি চন্দ্র দাস ৪ তলার ওয়াশরুমে গেলে ৫ম তলা থেকে তিন-চারজন পিছন থেকে তার উপর হামলে পড়ে। তারা হলেন, শহীদ ধীরেন্দ্র নাথ দত্তের উপ-নাট্য ও বির্তক বিষয়ক সম্পাদক রবিউল আলম রিয়াজ, বিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক এইম এম আলভির ভূঁইয়া, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী জাহিদ ভূঁইয়া ও শাহ আলম।

এসময় একজন তার চোখে হাত দিয়ে বন্ধ করে দিলে বাকি দুজন তাকে ৪ তলা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। ডাকাডাকি শুরু করলে তার বন্ধুরা এসে উদ্ধার করে। এই সময় তারা মেজবাহ উল শান্তের রুমে ঢুকে পড়ে। পরে প্রায় ২০ মিনটের মতো হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

এসময় ১৪তম ব্যাচের আজাহারুল ইসলাম এবং রাজিব সরকার ১২তম ব্যাচের সোহাগ মিয়াকে মারধর করে নাক ফাঁটিয়ে দেওয়ার অভিযোগ করে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়। পরে হল প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল টিমের দুজন এসে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন।

পঞ্চম তলার কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, এর আগে দুপুর সোয়া ৩টার দিকে ৫ম তলায় মেজবাউল হক শান্তর রুমে হলের ১৪ তম ও ১৫ তম ব্যাচের শিক্ষার্থীদের ডেকে নেওয়া হয়। এরপরই ঘটনাটি ঘটে।

এ বিষয়ে সাবেক শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক শান্ত বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি দুপুরের ঘটনা নিয়ে প্রভোস্ট স্যারের কথা বলতে ডরমেটরিতে ছিলাম, এর কিছুক্ষণ পরে আমরা আওয়াজ শুনলে স্যারসহ আমরা দ্রুত চলে আসি।

এ বিষয়ে দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিন চন্দ্র দাস বলেন, আমি ওয়াশরুমে যাই, তখন হঠাৎ করে রিয়াজ, আলভীর, জাহিদসহ কয়েকজন এসে আমাকে মারধর করে ৪ তলা থেকে ফেলে দিতে চায়। আলভীর আমার পিছন থেকে চোখ চেপে ধরে আর বাকিরা এলোপাথাড়ি মারতে থাকে। পরে আমি চিল্লানো শুরু করলে হলের কয়েকজন এসে আমাকে উদ্ধার করে।

এ বিষয়ে শহীদ ধীরেন্দ্র নাথ দত্তের উপ-নাট্য ও বির্তক বিষয়ক সম্পাদক রবিউল আলম রিয়াজ রিয়াজ বলেন, হয়তো ওনি জামায়েত শিবির ও বাম সংগঠনের এজেন্ডা বাস্তাবায়নের জন্য বিজয় দিবসের দিন খাবারের টোকেন নিয়ে ঝামেলা করেন। আমি, আলভীর ও জাহিদসহ ৫ম তলা থেকে নামার পথে ৪র্থ তলায় মুখ ধুতে যায়। এসময় রবি ভাইয়ের সাথে দেখা হয় তখন ওনি আমাদের স্লেজিং করেন। পরে আমরা রবিন ভাইকে ভাই বলে পিছন থেকে জড়িয়ে ধরলে তখন ওনি চিল্লাচিল্লা শুরু করেন।

দত্ত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড.মিজানুর রহমান বলেন দুপুরের অব্যবস্থপনার যে সমস্যা ছিল তা আমি রোববারের মধ্যে সমাধান দেওয়ার চেষ্টা করছিলাম। এরইমধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনার আমরা ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখ প্রশাসনকে রিপোর্ট জমা দেব। ইমাম হোসাইন মাসুম কর্তৃক রবি চন্দ্র দাসকে ধাক্কা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাসুম রাগ করে উঠে বের হয়ে যায়। তখন রুমের সামনে জটলা এড়িয়ে যেতে হয়তো হাত লাগছে কিনা আমি জানি না। যদি সত্যিই ঘটে থাকে তাহলে এরও আমরা ব্যবস্থা নেবো।

প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা প্রক্টোরিয়াল বডি প্রাধ্যক্ষকে সর্বাত্মক সহযোগিতা করবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিজয়ের ৫৩ বছর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাফ নদ থেকে আরও ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে চান, জানালেন সাদিক কায়েম

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে চার্জশিট দাখিল

স্পন্সর হারিয়ে কত টাকার ক্ষতির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড?

বাংলাদেশের রাজনীতিতে জনপ্রতিনিধি হওয়ার কোনো স্বপ্ন আমার নেই : তারিকুল

মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে সাহায্য করতে পারে এমন ১১ অভ্যাস জেনে নিন

কোন অস্ত্র উদ্ধারে কত টাকা পুরস্কার?

ডাকসু নির্বাচনে ভোট ও প্রচারণা নিয়ে নতুন নির্দেশনা

টাইগারদের সাবেক কোচের জায়গা নিলেন শেন বন্ড

এ বছর আর কয়টি সরকারি ছুটি বাকি

১০

ভুয়া মামলায় কেন গ্রেপ্তার করতে হবে, তৌহিদ আফ্রিদিকে নিয়ে রাশেদের প্রশ্ন

১১

নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজকে হেনস্তার চেষ্টা

১২

ভারতের স্পন্সর হতে দুই কোম্পানির আগ্রহ প্রকাশ

১৩

তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড

১৪

পদোন্নতি পেলেন এসবি প্রধান গোলাম রসুল

১৫

দেব-জিৎকে টেক্কা দিল শাকিবের হিন্দি তুফান

১৬

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা ও ভাঙচুর

১৭

রয়টার্সের এক্সক্লুসিভ / চীনের সঙ্গে ভারতের পানিযুদ্ধের আশঙ্কা

১৮

হত্যা মামলার রিমান্ড শুনানিতে আদালতে তৌহিদ আফ্রিদি

১৯

ফোন নম্বর ছাড়াই মেসেজ-কল নিয়ে আসছে ইলন মাস্কের নতুন অ্যাপ

২০
X