বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
আবু শামা, কুবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:১১ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

বারবার দ্বন্দ্বে জড়াচ্ছে কুবি ছাত্রলীগ

কুবির দত্ত হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ছবি : কালবেলা
কুবির দত্ত হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ছবি : কালবেলা

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দফায় দফায় দ্বন্দ্বে জড়িয়েছে দত্ত হল শাখা ছাত্রলীগ।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে একই বিষয় নিয়ে হাতাহাতি করে হলের ছাত্রলীগ কর্মীরা। এর আগে দুপুরে প্রথম দফায় দ্বন্দ্বে জড়ায় তারা। এতে দুপক্ষের অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খাবারের টোকেন নিয়ে রবি চন্দ্র দাস ও খাবার বিতরণ দায়িত্বরতদের সাথে ঝামেলা হয়। ওই ঝামেলার সূত্র ধরেই রবিন চন্দ্র দাসকে আক্রমণ করে। রবি চন্দ্র দাস ৪ তলার ওয়াশরুমে গেলে ৫ম তলা থেকে তিন-চারজন পিছন থেকে তার উপর হামলে পড়ে। তারা হলেন, শহীদ ধীরেন্দ্র নাথ দত্তের উপ-নাট্য ও বির্তক বিষয়ক সম্পাদক রবিউল আলম রিয়াজ, বিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক এইম এম আলভির ভূঁইয়া, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী জাহিদ ভূঁইয়া ও শাহ আলম।

এসময় একজন তার চোখে হাত দিয়ে বন্ধ করে দিলে বাকি দুজন তাকে ৪ তলা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। ডাকাডাকি শুরু করলে তার বন্ধুরা এসে উদ্ধার করে। এই সময় তারা মেজবাহ উল শান্তের রুমে ঢুকে পড়ে। পরে প্রায় ২০ মিনটের মতো হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

এসময় ১৪তম ব্যাচের আজাহারুল ইসলাম এবং রাজিব সরকার ১২তম ব্যাচের সোহাগ মিয়াকে মারধর করে নাক ফাঁটিয়ে দেওয়ার অভিযোগ করে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়। পরে হল প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল টিমের দুজন এসে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন।

পঞ্চম তলার কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, এর আগে দুপুর সোয়া ৩টার দিকে ৫ম তলায় মেজবাউল হক শান্তর রুমে হলের ১৪ তম ও ১৫ তম ব্যাচের শিক্ষার্থীদের ডেকে নেওয়া হয়। এরপরই ঘটনাটি ঘটে।

এ বিষয়ে সাবেক শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক শান্ত বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি দুপুরের ঘটনা নিয়ে প্রভোস্ট স্যারের কথা বলতে ডরমেটরিতে ছিলাম, এর কিছুক্ষণ পরে আমরা আওয়াজ শুনলে স্যারসহ আমরা দ্রুত চলে আসি।

এ বিষয়ে দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিন চন্দ্র দাস বলেন, আমি ওয়াশরুমে যাই, তখন হঠাৎ করে রিয়াজ, আলভীর, জাহিদসহ কয়েকজন এসে আমাকে মারধর করে ৪ তলা থেকে ফেলে দিতে চায়। আলভীর আমার পিছন থেকে চোখ চেপে ধরে আর বাকিরা এলোপাথাড়ি মারতে থাকে। পরে আমি চিল্লানো শুরু করলে হলের কয়েকজন এসে আমাকে উদ্ধার করে।

এ বিষয়ে শহীদ ধীরেন্দ্র নাথ দত্তের উপ-নাট্য ও বির্তক বিষয়ক সম্পাদক রবিউল আলম রিয়াজ রিয়াজ বলেন, হয়তো ওনি জামায়েত শিবির ও বাম সংগঠনের এজেন্ডা বাস্তাবায়নের জন্য বিজয় দিবসের দিন খাবারের টোকেন নিয়ে ঝামেলা করেন। আমি, আলভীর ও জাহিদসহ ৫ম তলা থেকে নামার পথে ৪র্থ তলায় মুখ ধুতে যায়। এসময় রবি ভাইয়ের সাথে দেখা হয় তখন ওনি আমাদের স্লেজিং করেন। পরে আমরা রবিন ভাইকে ভাই বলে পিছন থেকে জড়িয়ে ধরলে তখন ওনি চিল্লাচিল্লা শুরু করেন।

দত্ত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড.মিজানুর রহমান বলেন দুপুরের অব্যবস্থপনার যে সমস্যা ছিল তা আমি রোববারের মধ্যে সমাধান দেওয়ার চেষ্টা করছিলাম। এরইমধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনার আমরা ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখ প্রশাসনকে রিপোর্ট জমা দেব। ইমাম হোসাইন মাসুম কর্তৃক রবি চন্দ্র দাসকে ধাক্কা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাসুম রাগ করে উঠে বের হয়ে যায়। তখন রুমের সামনে জটলা এড়িয়ে যেতে হয়তো হাত লাগছে কিনা আমি জানি না। যদি সত্যিই ঘটে থাকে তাহলে এরও আমরা ব্যবস্থা নেবো।

প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা প্রক্টোরিয়াল বডি প্রাধ্যক্ষকে সর্বাত্মক সহযোগিতা করবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিজয়ের ৫৩ বছর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১০

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১১

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১২

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৩

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৪

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৫

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৬

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৭

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৮

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৯

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

২০
X