বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৩ এএম
অনলাইন সংস্করণ

বরগুনায় বিজয় দিবসে ব্যতিক্রমী আয়োজন

ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করছেন বরগুনা জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা
ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করছেন বরগুনা জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা

স্থানীয় উদ্যোক্তাদের আগ্রহ বৃদ্ধি ও নতুন উদ্যাক্তা সৃষ্টি করতে মহান বিজয় দিবস উপলক্ষে বরগুনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বরগুনায় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর আয়োজন করেছে বরগুনা জেলা প্রশাসন।

স্থানীয় বেসরকারি সংস্থা সংগ্রাম, পিকেএসএফ ও ইফাদের সহযোগিতায় ও বাস্তবায়নে (১৬ ও ১৭ ডিসেম্বর) দুদিনব্যাপী এ প্রদর্শনীতে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল মোট ৫টি জেলার ক্ষুদ্র উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মৃধা, জেলার প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্বগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনী মেলায় উদ্যোক্তাদের নিজেদের তৈরিতে নকশিকাথা, হস্তশিল্প, শো-পিস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোমমেইড খাবার, হ্যান্ড পেইন্ট পোশাক, কসমেটিকস, ব্লক বাটিক, পাটজাত পণ্য, বিভিন্ন ধরনের আচারসহ কেমিক্যাল মুক্ত নানা রকম শুঁটকি মাছ প্রদর্শন ও সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হয়।

এসময় উদ্যোক্তারা তাদের নিজস্ব তৈরি করা পণ্যের মান তুলে ধরেন সেই সাথে নিজেদের তৈরি করা পণ্য প্রদর্শনীর সুযোগ করে দিতে জেলা প্রশাসনের এমন আয়োজন করায় ধন্যবাদ জানান অংশগ্রহণকারী উদ্যোক্তারা।

প্রদর্শনীতে আসা কয়েকজন দর্শনার্থী ও ক্রেতা বলেন, আমাদের স্থানীয় উদ্যোক্তাদের তৈরি সুন্দর সুন্দর পণ্য এই মেলার মাধ্যমে আমরা দেখতে পারলাম। স্থানীয় এই উদ্যোক্তাদের তৈরি পণ্য আজ দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও বিক্রি হচ্ছে। এই রকম মেলার আয়োজন করে তাদেরকে উৎসাহিত করলে নতুন নতুন আরও উদ্যোক্তা তৈরি হবে।

পুলিশ সুপার আবদুস সালাম বলেন, জেলা প্রশাসনের এমন আয়োজনে স্থানীয় উদ্যোক্তারা আরও উৎসাহিত হবে। এতে আমাদের দেশের উৎপাদনকারী পণ্য ব্র্যান্ডিং হবে।

জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী করতে আমরা একটি ভিন্নধর্মী প্রদর্শনী মেলার আয়োজন করেছি। যাতে করে তাদের উৎপাদিত পণ্যের বিক্রয় ও প্রচার করতে পারেন। ই-কমার্সের মাধ্যমে দেশ ও বিদেশে তাদের উৎপাদিত পণ্য বিক্রয় করতে পারেন সে কারণেই আমাদের এই ভিন্নধর্মী প্রদর্শনী মেলার আয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিজয়ের ৫৩ বছর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা

হেসে খেলে ডাচদের হারিয়ে সিরিজ জিতে নিল টাইগাররা

‘জনগণের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে’

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এনসিটিবির কড়া সতর্কতা

উমামা ফাতিমার সংবাদ সম্মেলন বয়কট মাল্টিমিডিয়া সাংবাদিকদের

মহাখালী ক্যানসার হাসপাতালে ১ কোটি টাকা অনুদান দিল জামায়াত

চবি ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি, সময় বাড়ল আরও একদিন

বিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক চিকিৎসা ফ্রি হবে : খসরু

ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা

ঘুম থেকে উঠেই বিছানা পরিষ্কার করা ভালো নাকি খারাপ, যা বলছেন বিশেষজ্ঞরা

১০

নৌ-পুলিশের অচল স্পিডবোটের জন্য বরাদ্দ ২০০ লিটার তেল!

১১

‘আমি নাকি গে!’ গুঞ্জন উড়িয়ে দিলেন অক্ষয় কুমার

১২

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

১৩

নৌপরিবহন অধিদপ্তরের পরীক্ষায় জালিয়াতি, প্রতারক গ্রেপ্তার 

১৪

মুন্সীগঞ্জে একদিনেই মিলল তিন মরদেহ

১৫

ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি রহমত আলী আটক

১৬

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৭

অপহরণ মামলায় টাকা নেওয়ার অভিযোগে আশুলিয়ার এসআই ক্লোজড

১৮

ইন্দোনেশিয়ার উত্তাল পরিস্থিতিতেই সব আরোহী নিয়ে নিখোঁজ হেলিকপ্টার

১৯

মেয়াদ উত্তীর্ণ সার্জিক্যাল পণ্য রাখায় তিন ফার্মেসিকে জরিমানা

২০
X