জামায়াতের নিবন্ধনসংক্রান্ত মামলায় রায় ও একতরফা তপশিল ঘোষণার প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তির দাবিতে আগামীকালের হরতাল সফলে ঢাকায় মিছিল করেছে দলের নেতাকর্মীরা।
সোমবার (১৮ ডসিম্বের) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর, ভাটারা এবং সাভারে মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
মিছিলে সংগঠনের ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য ও মোহাম্মদপুর মধ্য থানা আমির মশিউর রহমানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মারুফ হোসেন, কর্মপরিষদ সদস্য এস সরদারসহ স্থানীয় জামায়াতের অন্য নেতারা।
এদিকে এক বিবৃতিতে জামায়াত জানায়, ২৫ অক্টোবর থেকে ১৮ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বমোট ৩ হাজার ১০৮ জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে দলটির বিভিন্ন মামলার আসামি ২ লাখ ৭৭ হাজার ৮৪৫ জন। এ সময় রাজধানীর ঢাকা মহানগরী উত্তরে ২৩৯ ও দক্ষিণে ২৬৪ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে।
মন্তব্য করুন