কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নৌকার প্রার্থীকে ফাঁসাতে মনোনয়নবঞ্চিতদের ‘হামলা’ কৌশল

হামলার পর ঘটনাস্থলে জাতীয় পার্টির নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
হামলার পর ঘটনাস্থলে জাতীয় পার্টির নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে মনোনয়নবঞ্চিতরা হামলার কৌশল নিয়েছে। নিজেদের লোক দিয়ে জাতীয় পার্টির প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে নৌকা মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন তারা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় এ হামলার ঘটনা ঘটানো হয়।

জানা গেছে, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ জিল্লুর রহমান। স্থানীয় আরও কয়েকজন নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু জিল্লুর রহমান মনোনয়ন পাওয়ায় তারা দলীয় কমান্ড লঙ্ঘন করে এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করছেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নৌকার মনোনয়নবঞ্চিত এক নেতার সমর্থকরা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। যার সঙ্গে নৌকার প্রার্থী জিল্লুর রহমানের কোনো সম্পর্ক নেই।

জিল্লুর রহমানের ঘনিষ্ঠজন থেকে জানা গেছে, রাতে ওই ঘটনার পর তিনি আওয়ামী লীগের দলীয় হাইকমান্ডকে বিষয়টি জানিয়েছেন। এরপর একাধিক গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। নৌকার মনোনয়ন না পাওয়ায় এমন আত্মঘাতী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দলীয় হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মাহমুদুর রহমান বলেন, এ হামলায় জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদকসহ পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর আহতদের হাসপাতালে এনে চিকিৎসা চলছে। এ ঘটনার মামলার প্রস্তুতি নিচ্ছি।’

আওয়ামী লীগ মনোনীত ও নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। মৌলভীবাজার-রাজনগরের মানুষের পাশে দাঁড়াতে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আমাকে মনোনীত করেছেন। আমরা সে লক্ষ্যেই কাজ করছি। কিন্তু নৌকার জনপ্রিয়তায় ভীত হয়ে তারা নানা অপতৎপরতা শুরু করেছে।’

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান আছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

সুষ্ঠু নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রস্তুত: ইসি সানাউল্লাহ

সাকিবকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন তাইজুল

কারিশমার সাবেক স্বামীর সম্পত্তি নিয়ে নতুন বিতর্ক

ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল বাইপাইল

ইনিংস ঘোষণা বাংলাদেশের, জিততে বিশ্ব রেকর্ড গড়তে হবে আয়ারল্যান্ডকে

জেলেনস্কিকে আলটিমেটাম দিলেন ট্রাম্প

পূর্ববিরোধে থেমে গেল জীবনের প্রাণ 

সমর্থন করার জন্য ধন্যবাদ জানালেন মিথিলা

সন্দেহ-অবিশ্বাসে দেশের পরিবর্তন সম্ভব নয় : রিজওয়ানা

১০

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ : রাজউক চেয়ারম্যান

১১

অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

১২

এসএমসিতে পার্ট টাইম চাকরির সুযোগ

১৩

দেশে ফের ভূমিকম্প

১৪

৪৯১ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

১৫

যুবদল নেতা বহিষ্কার

১৬

টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম

১৭

জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 

১৮

২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৯

প্রাক্তন স্ত্রীকে চমকে দিলেন আমির খান

২০
X