দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে তা বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতারা। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে চায়না টাউনের সামনে থেকে ইসলামী ব্যাংক হাসপাতাল ও নয়াপল্টন জামে মসজিদ গলিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. মহসীন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, আবদুল জব্বার খান, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক রুহুল ইসলাম মনি, গ্রাম সরকারবিষয়ক সম্পাদক তৌহিদুল হাসান রিয়ন, সদস্য কাউছার সরকার মামুন, পল্টন থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. খলিল মৃধা।
আরও উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম হাওলাদার, মো. জহিরুল ইসলাম রনি, আরাফাত হোসেন, মো. শামীম, রাসেল বিশ্বাস, মো. ফারুক আহমেদ, মো. বাবু আলম, নজরুল ইসলাম, আবদুর রহিম, জাহাঙ্গীর, আযম খান, ওয়ালিদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন