দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মৌচাক, সিদ্ধেশ্বরী, বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অলী উদ্দিন বাবলু, সহসাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাবেক কেন্দ্রীয় সদস্য শাহাদাত হোসেন মারুফসহ মহানগর, থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জনে অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (২৯ ডিসেম্বর) বাদ জুম্মা রাজধানীর মগবাজার ওয়ারল্যাস গেইটে যুবদলের এ লিফলেট বিতরণ করা হয়।
মন্তব্য করুন