নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের নেতৃত্বে রাজধানীতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোড, নিউমার্কেট এবং চাঁদনী চক মার্কেট এলাকায় লিফলেট বিতরণকালে আগামী ৭ জানুয়ারির একতরফা নির্বাচনে ভোটকেন্দ্রে ভোট দিতে না যাওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা।
এ সময় নিউমার্কেট থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, সাবেক সভাপতি মোহাম্মদ রফিক হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক এসএম মতিউর রহমান, থানা বিএনপির সাবেক সহসভাপতি আমির হোসেন, অ্যাডভোকেট রানা, মো. শাহাবুদ্দিন ১৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাজী হাসু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম খোকন, কবির তপনদারসহ থানা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন