কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৫ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশি বাধায় গণঅধিকার পরিষদের কফিন মিছিল পণ্ড

পুলিশি বাধায় গণঅধিকার পরিষদের কফিন মিছিল পণ্ড হয়ে যায়। ছবি : কালবেলা
পুলিশি বাধায় গণঅধিকার পরিষদের কফিন মিছিল পণ্ড হয়ে যায়। ছবি : কালবেলা

পুলিশি বাধায় ভোটাধিকার হরণ ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের প্রতিবাদে গণঅধিকার পরিষদের পূর্বঘোষিত কফিন মিছিল কর্মসূচি পণ্ড হয়ে গেছে। পুলিশি বাধা ও ধস্তাধস্তিতে দলটির শীর্ষ নেতারাসহ অনেকে নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে সমাবেশ শেষে কফিন মিছিল শুরু করতে গেলে এ ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদের নেতারা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে কফিন মিছিল করতে গেলে পুলিশ মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়। কফিন মিছিল বন্ধ না করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনকে আটকের হুমকি দেয়। নেতারদর সাথে ধস্তাধস্তি করে লাথি দিয়ে কফিন ভেঙে ফেলে। পুলিশি বাধা ও ধস্তাধস্তিতে শীর্ষ নেতারাসহ অনেকে নিচে পড়ে গিয়ে আহত হয়।

কফিন মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মধ্যরাতে ৬০ শতাংশ ভোট কেটে জনগণের ভোটাধিকার হরণ করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। জনগণের ভোটাধিকার হরণ ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের প্রতিবাদে আজকে আমাদের এই কফিন মিছিল। গণতন্ত্র এখন কফিনে, আমরা গণতন্ত্রের পুনর্জাগরণ চাই। মারামারি, হানিহানি, হত্যার রাজনীতির অবসান চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিন। ভয় পাবেন না, আমরা কথা দিচ্ছি- আপনার পাশে থাকব। আমরা তো বলছি, প্রয়োজনে ২/১ বছরের জন্য জাতীয় সরকার হোক। জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিতে চাই।

এদিকে কফিন মিছিলে পুলিশি বাধা ও কফিন ভাঙচুরের পর নুরুল হক নুর বলেন, আমরা দুই-আড়াইশো লোক শান্তিপূর্ণভাবে মিছিল করতে চেয়েছিলাম। সেখানে পুলিশ বাধা দিয়েছে, গুণ্ডা-মাস্তানদের মতো লাথি দিয়ে আমাদের কফিনটি ভেঙে ফেলল। এটি কি পুলিশ করতে পারে? কোন আইনে তারা এসব করতে পারে? আমাদের চেয়ে পুলিশের সংখ্যা বেশি, তাদের অনেকের হাতে ইলেকট্রিক শক লাঠি, টিপ ছুরির মতো জিনিস ছিল। ভিড়ের মাঝে কাউকে ছুরিকাঘাত করা বা পুলিশেরই কোনো সদস্যকে ছুরিকাঘাত করে আমাদের ওপর দায় চাপাতো। যেভাবে ২৮ অক্টোবর ছাত্রলীগ-যুবলীগকে দিয়ে পুলিশ হত্যা করে মির্জা ফখরুলদের আসামি করেছে।

দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, নির্বাচনী আমেজ তৈরি করতে ক্রিকেটার, নায়ক-নায়িকা-গায়িকাদের প্রার্থী করেছে আওয়ামী লীগ। তাদের মাধ্যমে জনগণকে ভোটকেন্দ্রে আনার চেষ্টা করছে। কিন্তু সাধারণ জনগণ বলছে, তারা ভোটকেন্দ্রে যাবে না, আওয়ামী লীগকে ভোট দিবে না।

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান রাখতে চাই- আপনি সব দলের অংশগ্রহণে নির্বাচনের উদ্যোগ নিন। এখনও সময় আছে, একতরফা নির্বাচন থেকে ফিরে আসুন। এটি আওয়ামী লীগ ও দেশের জন্য কল্যাণকর হবে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আব্দুজ জাহের, সিনি. যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুবঅধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল, ছাত্র নেতা সম্রাট, যুবনেতা সবুজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅধিকার পরিষদ নেতার মরদেহ উদ্ধার

আ.লীগের আরও এক নেতা গ্রেপ্তার

হাদিকে হত্যা ও পরে কী ঘটানো হবে, সব পূর্বপরিকল্পিত : নাহিদ

স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ করল যুবদল

বিশ্বকাপ ফাইনালে হারের পর ক্রিকেটই ছাড়তে চেয়েছিলেন রোহিত

বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করছে জাপান

অপারেশন ডেভিল হান্টে বাবা-ছেলে গ্রেপ্তার

২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি

১৭ বছর পর মনোনয়নপত্র সংগ্রহে সন্তোষ প্রকাশ বিএনপি প্রার্থীদের

আবেগে পড়ে মনোনয়ন ফরম কিনেছি, আমি দুঃখিত : সাক্কু

১০

সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১১

জুলাইয়ে শিক্ষার্থীদের দমনে অর্থ জোগানদাতার শাস্তির দাবিতে মানববন্ধন

১২

সাগরের নিচে মিলল এশিয়ার বৃহত্তম স্বর্ণের খনির সন্ধান

১৩

পরীক্ষা-নিরীক্ষার পর ঢাবির আবাসিক হল নিরাপদ : কর্তৃপক্ষ

১৪

খুব সতর্ক থাকতে হবে : এ্যানি

১৫

ফিফার র‍্যাঙ্কিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত

১৬

বিএনপির অঙ্গ-সংগঠনের ১২ নেতাকর্মী কারাগারে

১৭

ইস্টার্ন ব্যাংক ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ জিতল নগদ

১৮

নওগাঁ-৩ আসনে ফজলে হুদা বাবুলের মনোনয়নপত্র সংগ্রহ

১৯

ইনকিলাব মঞ্চের ৩ দাবিসহ নতুন কর্মসূচি

২০
X