সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) ঢাকা মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে। একইসঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামিলুর রহমান ডালিমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) রাজধানীতে দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে এসডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি গণতান্ত্রিক বাম ঐক্যের অন্যতম শরিক। আর গণতান্ত্রিক বাম ঐক্য বিএনপির নেতৃত্বাধীন সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র জোট।
মন্তব্য করুন