রাজধানীর কাফরুলে শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের কামাল মজুমদার বলেন, বিএনপি-জামায়াতের হরতালের পরেও জনগণ স্বতঃস্ফূর্ত ভোটকেন্দ্রে আসছে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। ভোটারদের কোনোরকম বল প্রয়োগ করা হচ্ছে না। যার যার ইচ্ছেমতো সবাই ভোট দিচ্ছে। আমরা যে আন্তর্জাতিক মানের নির্বাচন করতে পারি সেটাই আজকে প্রমাণ হচ্ছে।
নির্বাচনী পরিবেশ নিয়ে জানতে চাইলে কামাল মজুমদার বলেন, আমি অবশ্যই সন্তুষ্ট। সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, জনগণ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, কোনো ধরনের গ্যানজাম নেই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের এই নির্বাচনে দেশের ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
মন্তব্য করুন