শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০২:৩৫ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর বিভিন্ন স্পটে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে জামায়তের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে জামায়তের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

নির্বাচন বাতিল করে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবিতে রাজধানীর বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের নেতাকর্মীরা।

বুধবার (১০ জানুয়ারি) সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ৭ জানুয়ারির সাজানো, পাতানো ও নীলনকশার নির্বাচনের মাধ্যমে আবারো প্রমাণিত হয়েছে তারা গণতন্ত্র, আইনের শাসন, সাম্য ও মানবাধিকারের জন্য সহায়ক শক্তি নয় বরং দেশ, জাতি ও মানবতার শত্রু। কথিত এ নির্বাচনে কোনো স্বীকৃত বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও একতরফা নির্বাচনও সুষ্ঠু ও অবাধ করতে ব্যর্থ হয়েছে। আওয়ামী এজেন্ডার অংশ হিসাবেই কোনো কোনো আসনে নৌকার প্রতীকের প্রার্থীদের পরাজিত দেখানো কথিত স্বতন্ত্রের নামে আওয়ামী ডামি প্রার্থীদের বিজয়ের নাটক মঞ্চস্থ করা হয়েছে।

তিনি বলেন, পরাজিত হওয়ার পর সরকার দলীয় প্রার্থীদের প্রতিক্রিয়া আন্দোলনরত বিরোধী দলের অনুরূপ হওয়ায় স্পষ্টতই প্রমাণিত হয় যে, সেদিন দেশে কোন নির্বাচন হয়নি বরং নির্বাচনের নামে ঢাক ঢাক গুরগুর খেলার আয়োজন করা হয়েছে। তাই সরকারের এই সাজানো ও পাতানো নির্বাচন জনগণ ঘৃণা ভরে প্রত্যাখান করেছে।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন বলেছেন, ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন বর্জন করার মধ্য দিয়ে এদেশের মানুষ অবৈধ ক্ষমতাসীনদের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

তিনি বলেন, নির্বাচনের দিন সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে সেদিন ভোটারের পরিবর্তে কেন্দ্রগুলোতে গরু, ছাগল, কুকুরের অবাধ বিচরণ ছিল। প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করে দেশের জনগণ বুঝিয়ে দিয়েছে আওয়ামী সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, কেয়ারটেকার সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে রাজপথে অবস্থান ধরে রাখার উদাত্ত আহ্বান জানান।

নির্বাচন বাতিল ও অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবিতে রাজধানীর মতিঝিল, রমনা, ধানমন্ডি, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ডেমরা, সবুজবাগ, মুগদা, বংশাল, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, লালবাগ, গেন্ডারিয়া, কলাবাগান, নিউমার্কেট, কামরাঙ্গীরচর, হাজারীবাগ সহ বিভিন্ন থানায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

এ ছাড়াও ঢাকা মহানগরী উত্তরের মিরপুর, ফার্মগেট, শিল্পাঞ্চল ও শেওড়াপাড়ায়সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১০

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১১

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১২

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৩

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৪

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৫

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৬

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৭

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৮

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৯

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

২০
X