কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০২:৩৫ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর বিভিন্ন স্পটে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে জামায়তের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে জামায়তের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

নির্বাচন বাতিল করে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবিতে রাজধানীর বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের নেতাকর্মীরা।

বুধবার (১০ জানুয়ারি) সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ৭ জানুয়ারির সাজানো, পাতানো ও নীলনকশার নির্বাচনের মাধ্যমে আবারো প্রমাণিত হয়েছে তারা গণতন্ত্র, আইনের শাসন, সাম্য ও মানবাধিকারের জন্য সহায়ক শক্তি নয় বরং দেশ, জাতি ও মানবতার শত্রু। কথিত এ নির্বাচনে কোনো স্বীকৃত বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও একতরফা নির্বাচনও সুষ্ঠু ও অবাধ করতে ব্যর্থ হয়েছে। আওয়ামী এজেন্ডার অংশ হিসাবেই কোনো কোনো আসনে নৌকার প্রতীকের প্রার্থীদের পরাজিত দেখানো কথিত স্বতন্ত্রের নামে আওয়ামী ডামি প্রার্থীদের বিজয়ের নাটক মঞ্চস্থ করা হয়েছে।

তিনি বলেন, পরাজিত হওয়ার পর সরকার দলীয় প্রার্থীদের প্রতিক্রিয়া আন্দোলনরত বিরোধী দলের অনুরূপ হওয়ায় স্পষ্টতই প্রমাণিত হয় যে, সেদিন দেশে কোন নির্বাচন হয়নি বরং নির্বাচনের নামে ঢাক ঢাক গুরগুর খেলার আয়োজন করা হয়েছে। তাই সরকারের এই সাজানো ও পাতানো নির্বাচন জনগণ ঘৃণা ভরে প্রত্যাখান করেছে।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন বলেছেন, ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন বর্জন করার মধ্য দিয়ে এদেশের মানুষ অবৈধ ক্ষমতাসীনদের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

তিনি বলেন, নির্বাচনের দিন সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে সেদিন ভোটারের পরিবর্তে কেন্দ্রগুলোতে গরু, ছাগল, কুকুরের অবাধ বিচরণ ছিল। প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করে দেশের জনগণ বুঝিয়ে দিয়েছে আওয়ামী সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, কেয়ারটেকার সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে রাজপথে অবস্থান ধরে রাখার উদাত্ত আহ্বান জানান।

নির্বাচন বাতিল ও অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবিতে রাজধানীর মতিঝিল, রমনা, ধানমন্ডি, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ডেমরা, সবুজবাগ, মুগদা, বংশাল, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, লালবাগ, গেন্ডারিয়া, কলাবাগান, নিউমার্কেট, কামরাঙ্গীরচর, হাজারীবাগ সহ বিভিন্ন থানায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

এ ছাড়াও ঢাকা মহানগরী উত্তরের মিরপুর, ফার্মগেট, শিল্পাঞ্চল ও শেওড়াপাড়ায়সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গারোদের ওয়ানগালা উৎসব শুরু

শিক্ষকরা দলবাজি করতে গিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন : অ্যাটর্নি জেনারেল

অযত্নে ‘অসুস্থ’ কোটি টাকার রেসকিউ বোট

হত্যাসহ ১২ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

ভূমিকম্পে চট্টগ্রামেও হেলে পড়েছে ভবন, বাসিন্দাদের জন্য মাইকিং

তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ধানমন্ডিতে দোয়া মাহফিল

রিকশাচালকদের চাঁদা বন্ধের আশ্বাস আমিনুল হকের

আলাউদ্দিন মৃধা হত্যা মামলার আসামি মিন্টু গ্রেপ্তার

১০

দেশের প্রথম আন্তঃচেইন হোটেল ‘ডি মোর’ লয়্যালটি ক্লাবের যাত্রা শুরু

১১

২৮ জেলে-মাঝিসহ ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

১২

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৩

হোয়াটসঅ্যাপে ফিরছে পুরোনো সেই ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় রাজধানীতে শীতবস্ত্র বিতরণ

১৫

পোল্যান্ডে প্যাট্রিয়টসহ সেনা মোতায়েন নেদারল্যান্ডসের

১৬

দরজার ধাক্কায় আঙুল ভেঙে ফেললেন তারকা খেলোয়াড়

১৭

নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র?

১৮

বাংলাদেশে হিন্দু-মুসলিম-খ্রিষ্টানে ভেদাভেদ নেই : ড. এমএ কাইয়ুম

১৯

যতদিন ইনসাফ কায়েম না হবে ততদিন সংগ্রাম চলবে : সাদিক কায়েম

২০
X