আনিচুর রহমান মিঠু মালিথা, কালীগঞ্জ (ঝিনাইদহ)
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৮:৪৭ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিতে অস্থিরতা

বিএনপির লগো। ছবি: সংগৃহীত
বিএনপির লগো। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। আর এই অস্থিরতা যে কোনো সময় রূপ নিতে পারে সংঘর্ষে। দলীয় কার্যালয় থাকা সত্ত্বেও জেলা বিএনপির সহযোগিতায় নিষ্ক্রিয়দের দিয়ে নতুন দলীয় কার্যালয় বানিয়ে নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরির অভিযোগ উঠেছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৭ নভেম্বর কালীগঞ্জ উপজেলা বিএনপিতে আলহাজ মাহাবুবার রহমানকে আহ্বায়ক করে ৪১ সদস্যবিশিষ্ট ও পৌর বিএনপিতে আতিয়ার রহমানকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে জেলা বিএনপি। এরপর ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে উপজেলা কমিটিতে সংশোধনী এনে ডা. নুরুল ইসলামকে স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শহিদুল ইসলাম সাইদুল ও ইলিয়াস রহমান মিঠুকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এ ছাড়াও পৌর বিএনপিতে জাবেদ আলী ও মোহাম্মদ আলী জিন্নাহকে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা সম্মেলন অনুষ্ঠানের আগে সব কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন প্রক্রিয়া শেষ করার কথা থাকলেও জেলা বিএনপির অসহযোগিতার কারণে সেটি সম্ভব হয়নি। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাদের দাবি ছিল, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে গণতান্ত্রিক উপায়ে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি কমিটি গঠনের।

সেই মোতাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মধ্যস্থতায় জেলা কমিটির তত্ত্বাবধানে কয়েকটি ওয়ার্ড ও ইউনিয়নের সম্মেলন নেতাকর্মীদের মতামত ও ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হলেও জেলা বিএনপির সভাপতির পছন্দ অনুযায়ী নেতা নির্বাচিত না হওয়ায় কমিটি ঘোষণা না করে পরে বাকি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

জানা গেছে, জেলা বিএনপি সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে নিজেদের পছন্দ অনুযায়ী কমিটি গঠন করতে চায়। যে কারণে জেলা সম্মেলন কালীগঞ্জ উপজেলা বাদ রেখেই সম্পন্ন করা হয়। এমনকি জেলা কমিটি পূর্ণাঙ্গ করার সময় কালীগঞ্জ থেকে ত্যাগী নেতাকর্মী বাদ দিয়ে যারা ঢাকায় থাকে, রাজনীতিতে নিষ্ক্রিয় তাদের পদায়ন করে।

সবশেষ ২০০৮ সালের নির্বাচনে হেরে ঢাকায় পাড়ি জমান সাবেক এমপি শহীদুজ্জামান বেল্টু। দলের নেতাকর্মীদের সঙ্গে একদমই যোগাযোগ বন্ধ করে দেন তিনি। ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন চেয়েও ব্যর্থ হন। শহীদুজ্জামান বেল্টু সংস্কারপন্থি, রাজনীতিতে নিষ্ক্রিয় ও অসুস্থ থাকায় ২০১৮ সালের নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন পান সাইফুল ইসলাম ফিরোজ। এই নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করে তার অনুসারীদের নৌকার পক্ষে ভোট করার নির্দেশনার অভিযোগ রয়েছে সাবেক এমপি শহীদুজ্জামান বেল্টুর বিরুদ্ধে। এরপর থেকে সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি পালন করে আসছে।

এর আগে এই সময়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি গঠন প্রক্রিয়ার নামে বিভাজন তৈরি করছে জেলা বিএনপি। জাতীয় নির্বাচন কাছে আসার আগে রাজনীতিতে নিষ্ক্রিয় সাবেক এমপি শহীদুজ্জামান বেল্টুর স্ত্রী মুর্শিদা জামানকে জেলা বিএনপির উপদেষ্টা বানিয়ে নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। আর এই মুর্শিদা জামানের সঙ্গে রয়েছেন জেলা বিএনপির সভাপতি এম.এ মজিদের শ্বশুর আতিয়ার রহমান।

এ ছাড়াও ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপির বাড়ির এলাকায় অফিস খুলেছেন সাবেক এমপি শহীদুজ্জামান বেল্টু। ওই এলাকায় বিএনপি নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য করা হয়। উপজেলায় দলীয় কার্যালয় থাকা সত্ত্বেও আরেকটি কার্যালয় খোলায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে শহরের থানা রোডস্থ দলটির পুরাতন কার্যালয় ব্যতীত অন্য কোথাও কার্যালয় বানানো নিষেধ থাকলেও শহরের ফয়লা রোডে আরেকটি অফিস তৈরি করেছেন ছাত্রদলের সাবেক সভাপতি হামিদুল ইসলাম। তিনি চারদলীয় জোট সরকারের সময়ে এক ট্রাক ফেনসিডিলসহ আটক হয়ে ঢাকায় গা ঢাকা দেন। এরপর তিনিও জেলা নেতাদের কারণে আরেকটি অফিস খুলে বসেন। সেখানেও জেলা নেতাদের মাঝে মধ্যে বৈঠক করতে দেখা গেছে।

কয়েকদিন আগে আগামী আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জেলা বিএনপি সভা করে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করার নির্দেশনা দেয়। এ বিষয়ে ৭ জনকে একসঙ্গে দলীয় কার্যালয়ে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নির্দেশনা দেয়। কিন্তু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নূরুল ইসলামকে বাদ দিয়ে সমন্বয় মিটিং করার জন্য জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ উপজেলা বিএনপির আহ্বায়ককে ফোন করে নির্দেশনা দেয়। এ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হওয়ায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা ওই সভা বয়কট করে।

নেতাকর্মীদের অভিযোগ, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদের শ্বশুর আতিয়ার রহমানকে সুবিধাজনক অবস্থায় রাখতে দলের মধ্যে বিভেদ ও গ্রুপিং সৃষ্টি করছেন। জেলা বিএনপির স্বেচ্ছাচারিতার কারণে কালীগঞ্জ উপজেলা বিএনপিতে বিভাজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নূরুল ইসলামকে কেন্দ্র থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু জেলা বিএনপি গ্রহণ না করে নূরুল ইসলামকে সাংগঠনিক দায়িত্ব পালনে বিরত রাখে।

জেলা বিএনপির কারণে মূলত কালীগঞ্জে বিএনপিতে বিভেদ সৃষ্টি হয়েছে এমনটিই মনে করেন নেতাকর্মীরা। আর এ কারণেই যে কোনো সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন তারা। দলের নিষ্ক্রিয় ও অরাজনৈতিক ব্যক্তিদের পদে বসিয়ে ব্যক্তি স্বার্থ হাসিলে ব্যস্ত জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ।

কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর থেকে দলের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করে আসছি। কিন্তু আগামী নির্বাচনকে সামনে রেখে জেলা কমিটির ইন্ধনে দলে গ্রুপিং সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে।

জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ অভিযোগ অস্বীকার করে বলেন, ঝিনাইদহে কোনো কোন্দল নেই কিন্তু নেতৃত্বের প্রতিযোগিতা আছে। তিনি কাউকে ফোন করে সমন্বয় সভায় আসতে নিষেধ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, পাল্টা প্রস্তুতি ভেনেজুয়েলার

১০

দেশে হবে আরও ৫১৬ কমিউনিটি ক্লিনিক

১১

ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে কিছু বললেই পাবেন না ভিসা

১২

মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহত পরিবারের পাশে তারেক রহমান

১৩

আশুলিয়ায় বিপুল অবৈধ সিগারেটসহ আটক ২

১৪

স্কুলছাত্র রনি হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৫

সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে সহযোগিতা করা হবে : মাহফুজ

১৬

শজিমেক হাসপাতালের উপ-পরিচালকের পদায়ন স্থগিতের দাবি

১৭

সিলেটে পাথর লুটে ১৩৭ নাম

১৮

মির্জা ফখরুলের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন ডা. জাহিদ

১৯

ইতালিতে বাড়ছে অনিয়মিত অভিবাসী, শীর্ষে যে দেশ

২০
X