গণতন্ত্রী পার্টির স্থগিত হওয়া জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১২ জুলাই। রোববার (৯ জুলাই) ১৪ দলের অন্যতম শরিক এই দলটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরশ আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্মেলনের শুরুতে তৎকালীন সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন সাবজেক্ট কমিটি গঠনকে কেন্দ্র করে তার গুটিকয়েক সন্ত্রাসী সাঙ্গপাঙ্গ দ্বারা শান্তিপূর্ণ সম্মেলনে পূর্ব পরিকল্পিতভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে উদ্ভূত পরিস্থিতিতে সম্মেলন তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা দেয়। কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত সাধারণ সম্পাদক স্থগিত সম্মেলনের ব্যাপারে কোনো সহযোগিতা না করে বরং বিরোধিতা করছে। এরই ধারাবাহিকতায় গত ১ জুলাই দলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে স্থগিত প্রতিনিধি সম্মেলন আহ্বান করছি।
সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিচ্ছিন্নভাবে পার্টির নাম ভাঙিয়ে স্থগিত জাতীয় প্রতিনিধি সম্মেলন আহ্বান সম্পূর্ণ অবৈধ। গত ৮ জুলাই সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের লোক দেখানো, অবৈধ, গঠনতন্ত্রবিরোধী সম্মেলন অনুষ্ঠানের কোনো আইনগত বৈধতা নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন