দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ লিফলেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্টন ও বিজয়নগর এলাকায় বিভিন্ন বিপণিকেন্দ্র ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তারা।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কামরুজ্জামান আসাদ, মো. মুতাছিম বিল্লাহ, মো. ঝলক মিয়া, ইসামন্তাজ ইজাজ শাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, খায়রুল আলম সুজন, আরিফুল ইসলাম আরিফ, আশিক আহমেদ, মৃধা মো. মাসুদ রানা, সহসাধারণ সম্পাদক শেখ মো. নুরুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক রিয়াজুল হাসান বাপ্পী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. দিনার হোসেন ভুঁইয়া, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আনোয়ারুল ইসলাম সজল, আবু বক্কর সিদ্দিক, মোহন রাজা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের হাসান আল মামুন, মোহাম্মদ মারুফসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন