কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১১ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন : মান্না

গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি : কালবেলা
গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি : কালবেলা

সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে ব্যাংক লোপাট এবং অর্থপাচারের প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

মান্না বলেন, এই সরকার একটা ভোট ডাকাত সরকার, লুটেরা সরকার। এরা এখন ক্ষমতায় আছে। আমাদের দায়িত্ব এদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। সাজানো মামলা দিয়ে বিএনপির সমস্ত নেতাকর্মীকে গ্রেপ্তার করে কি আন্দোলন থামাতে পারবে? কালকে (বৃহস্পতিবার) মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী কারামুক্তির পর বলেছেন- গ্রেপ্তার, নির্যাতন করে আন্দোলন ধ্বংস করতে পারবেন না, আন্দোলন চলবে। আমরাও বলি, আন্দোলন চলবে, আন্দোলন থামবে না- যতক্ষণ পর্যন্ত না এই সরকারের পতন হবে।

তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের মতোই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও ক্ষমতাসীনরা দখল করার পাঁয়তারা করছে।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, শাহজাহান ওমর বিএনপির লোক, নৌকা পাবেন। কারণ, এক ঘণ্টার মধ্যে উনি জামিন পান-এটা হচ্ছে হেডাম। এই রাষ্ট্র হচ্ছে এই হেডাম দেখাবে। অর্থাৎ ওনাদের কথা শুনেন, আইনকানুন বুড়ো আঙুল, আর শুনবেন না জেলখানা।

তিনি আরও বলেন, ওনারা (সরকার) ভেবেছেন মামলা দিয়ে, জেলে ঢুকিয়ে, গুম করে, ভয় দেখিয়ে এই ক্ষমতা চিরস্থায়ী করে রাখবেন। আমরা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যাব, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করব এবং এই সরকারের লাঠি-গুলি-হুমকি সমস্ত কিছুকে উপেক্ষা করে জনগণকে লড়াইয়ে উদ্বুদ্ধ করব। রাজপথ মানুষের দখলে যাবে, সেদিন বেশি দেরি নেই। বাংলাদেশের জনগণ এ দেশের মালিক। তারা ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে সরকার গঠন করবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ূমের সভাপতিত্বে এবং দিদারুল ভূইয়ার সঞ্চালনায় সমাবেশে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ক হাসিব উদ্দিন হোসেন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, জেএসডির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিতে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক নেতা

রাজধানীতে তরুণীকে কুপিয়ে হত্যা

‘ইব্রাহিম (আ.)-এর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়’, জামায়াত নেতার ব্যাখ্যা

পাকিস্তানে ‘ভারতপন্থি’ ১১ সন্ত্রাসী নিহত

অভিবাসন ইস্যুতে ফুঁসছে যুক্তরাষ্ট্র, নতুন ভিডিও প্রকাশ

এক জোড়া লাউ বিক্রি ১৮ হাজার টাকায়

সাগরে ব্যাপক মহড়া পাকিস্তানের, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান

সংসার ভাঙার খবরে যা বললেন তাহসান

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস

১০

ইসিতে আপিলের প্রথম দিন ১৬ জনের প্রার্থিতা বাতিল

১১

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের ভেঙে দেওয়ার ঘোষণা মহাসচিবের

১২

ড. ফয়জুল হককে শোকজ

১৩

গত ১৭ বছর খেলাধুলাকেও রাজনীতিকরণ করা হয়েছিল : দুলু

১৪

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জামায়াত নেতাকে জরিমানা

১৫

দুধ চা ছাড়া চলেই না? জানুন নিয়মিত খেলে শরীরে কী হতে পারে

১৬

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

১৭

‘দলীয় পুলিশ’ থেকে স্ব-মহিমায় ফেরার অঙ্গীকার আইজিপির

১৮

সংসার ভাঙছে তাহসান–রোজার

১৯

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাগপার রাশেদ প্রধান

২০
X