খাদ্য খুঁজতে যাওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনি শিশুদের গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা চরম মানবতাবিরোধী অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মহাসচিব বলেন, ক্ষুধার্ত দুই ফিলিস্তিনি বোন খাদ্য খুঁজতে গিয়েছিল উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়ার একটি কৃষিজমিতে। খাদ্যের পরিবর্তে দুই শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এমন জঘন্য অপরাধ সহ্য করা যায় না।
তিনি বলেন, ইসরায়েলিরা শিশু, নারী ও পুরুষকে নির্বিচারে হত্যা করছে। বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে ইসরায়েল। এমনকি তারা গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর গুলি ও গোলাবর্ষণ করে ১০ জনকে হত্যা করেছে। ফিলিস্তিনজুড়ে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে।
ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ আরও বলেন, বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হলে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যেত। তিনি আরব দেশগুলোকে ইসরায়েলের মানবতাবিরোধী অপকর্ম রুখে দিতে আহ্বান জানান। সেইসাথে বাংলাদেশ সরকারকেও ইসরায়েলিদের বিরুদ্ধে জাতিসংঘের মাধ্যমে নিন্দা প্রস্তাবের দাবি জানান।
মন্তব্য করুন