শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
মঙ্গলবার (০৫ মার্চ) রাতে বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বুলু, একই দিন সকালে ভর্তি হন শামা ওবায়েদ। ডা. মনোয়ারা বেগমের তত্ত্বাবধানে তার অপারেশন হয়েছে।
বুধবার (৬ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছের হার্টে রিং পরানো হয়েছে। গত রোববার (০৩ মার্চ) বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার তার হার্টে এই রিং পরিয়েছেন।
মন্তব্য করুন