কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

প্রশাসনিক চাঁদাবাজি ও হয়রানিতে ডুবছে রেস্টুরেন্ট ব্যবসা : এবি পার্টি

সংবাদ সম্মেলনে আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা। ছবি : কালবেলা

আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা বলেছেন, অগ্নিকাণ্ডে ঢাকাকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হিসেবে ঘোষণা করার পরও সরকার ও সরকারের দায়িত্বপ্রাপ্ত নিয়ন্ত্রক সংস্থাগুলোর টনক নড়ছে না। এর মূল কারণ সংস্থা সমূহের কর্মকর্তাদের দুর্নীতি ও সরকারদলীয় বাহিনীর চাঁদাবাজি। প্রশাসনিক চাঁদাবাজি ও হয়রানিতে রেস্টুরেন্ট ব্যবসা ডুবতে বসেছে।

বুধবার (৬ মার্চ) বার বার অগ্নি দুর্ঘটনায় গণমৃত্যু, সরকারের দায় ও মানুষের জীবন নিয়ে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সমূহের দায়িত্বহীনতার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এসব কথা বলেন।

ব্রিফিংয়ে এবি পার্টির নেতারা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমের ২০২২ ও ২০২১ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হচ্ছে, সারা দেশে এই দুবছরে ছোট-বড় মিলিয়ে প্রতিদিন গড়ে ৬৩টি অগ্নিকাণ্ড ঘটেছে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আগের ১৪ মাস ১০ দিনে সারা দেশে অগ্নিকাণ্ডে মারা গেছেন ১৪৫ জন। ২০২২ সালে সারা দেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ড ঘটেছে। এসব ঘটনায় ৩৪২ কোটি টাকার বেশি সম্পদ পুড়েছে। এর আগের বছর ২১ হাজার ৬০১টি অগ্নিকাণ্ডে ২১৮ কোটি টাকার সম্পদ পুড়ে যায়। আর ২০২০ সালে সারা দেশে ২১ হাজার ৭৩টি আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ২৪৬ কোটি টাকা।

যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, যেকোনো রেস্টুরেন্ট চালাতে দশটি সংস্থার অনুমোদন লাগে। বছরের পর বছর ধরে ঢাকার রেস্টুরেন্ট চলছে এই সংস্থাগুলোর কোনো ভূমিকা নাই, একটা দুর্ঘটনা ঘটার পর এক সংস্থা আরেক সংস্থার উপর দায় চাপিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করছে। অগ্নিকাণ্ডে মানুষ মরছে, মরার পর আমরা শুনতে পাই মৃত, আহত ব্যক্তিদের খবর রাখছেন প্রধানমন্ত্রী। এটি জনগণের সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর এখন প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা বাদ দিয়ে নিরপরাধ সাধারণ রেস্টুরেন্ট কর্মচারীদের গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে।

তিনি সরকারের উদ্দেশে বলেন, আপনারা সাউন্ড গ্রেনেড কিনতে পারেন অথচ ফায়ার বল কিনতে পারেন না। এই ধরনের অনিয়ম নিয়ে একটি জাতি চলতে পারেনা। অবিলম্বে ফায়ার সার্ভিসকে সকল যন্ত্রপাতি দিয়ে সক্ষম করে গড়তে হবে। নিয়ন্ত্রক সংস্থা সমূহের সমন্বয়ে একটা রিভিউ কমিটির মাধ্যমে সকল ঝুঁকিপূর্ণ ভবনসমূহ পর্যবেক্ষণ করে একমাসের মধ্যে অবৈধ স্থাপনা গুলো ভেঙে ফেলতে হবে। তিনি অবিলম্বে নিরীহ মানুষদের হয়রানি বন্ধ করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জনবহুল স্থান সমূহে আগুন নির্বাপক সিস্টেম চালু করতে হবে। এটা কোনো কঠিন বিষয় নয়। এক সপ্তাহের মধ্যে এ ব্যবস্থা করা সম্ভব। ওয়াসার উদ্যোগে জনবহুল জায়গাগুলোয় আলাদাভাবে অগ্নিনির্বাপক লাইন তৈরি করে পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। প্রতিটি শহরে সেচ্ছাসেবক ট্রেনিং দেওয়ার ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, রমজানের আগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নতুন বাণিজ্য শুরু হয়েছে। অগ্নিকাণ্ডকে পুজি করে লুটপাট বাণিজ্য শুরু হয়েছে। কোন অগ্নিকাণ্ডের কোনো ঘটনার জন্য রেষ্টুরেন্টের সাধারণ কর্মচারীরা দায়ী নয়, যে সব সরকারি কর্মকর্তারা ঘুষ খেয়ে দূর্নীতি করে এই রেস্টুরেন্ট সমূহের অনুমোদন দিয়েছে তারা দায়ী, গ্রেপ্তার করলে তাদের করতে হবে।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান ঢাকার বিভিন্ন স্থাপনার প্রযুক্তিগত ত্রুটি সমূহ উপস্থাপন করে অবিলম্বে এগুলো সংশোধন করার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন- এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, মহানগর দক্ষিণের যুগ্মআহবায়ক গাজী নাসির, যুগ্মসদস্যসচিব আহমাদ বারকাজ নাসির, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, যুবপার্টি ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব মাহমুদ আজাদ, উত্তরের সদস্যসচিব শাহীনুর আক্তার শীলা, কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌসী আক্তার অপি, সুমাইয়া শারমিন ফারহানা, রিপন মাহমুদ, যাত্রাবাড়ী থানার সমন্বয়ক সিএম আরিফসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১০

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১১

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১২

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৩

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৪

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৫

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৬

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১৭

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৯

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

২০
X