দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, চক্রান্ত ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে। এই ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করার লক্ষ্যে সংবিধান অনুযায়ী এনপিপির নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চ বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে। একই সঙ্গে সাম্য ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনে গণতন্ত্র বিকাশ মঞ্চ ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু জানান, ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করার লক্ষ্যে সংবিধান অনুযায়ী তারা শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে। একই সঙ্গে সাম্য ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনে গণতন্ত্র বিকাশ মঞ্চ ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
তিনি বলেন, অস্থির ও সংঘাতময় রাজনীতি থেকে মুক্তির একমাত্র উপায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
শনিবার (১০ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘সংবিধান সমুন্নত রক্ষার স্বার্থে দ্বাদশ সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শেখ ছালু।
গণতন্ত্র বিকাশ মঞ্চ গঠনের উদ্দেশ্য তুলে ধরে মঞ্চের সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু বলেন, গণতন্ত্র বিকাশ মঞ্চ আত্মপ্রকাশ করেছিল একটি লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্য হচ্ছে- দেশে গণতন্ত্র বিকাশ এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করা। গণতন্ত্র বিকাশ মঞ্চ সেই লক্ষ্যে কাজ করছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোট আপনাদের আমানত। আপনারা যদি ভোটকেন্দ্রে না যান, তাহলে আমানতের খেয়ানত করলেন। ১৮২৫ দিনের মধ্যে মাত্র ১ দিনে আপনাদের ক্ষমতা আছে। এই ১ দিনে আপনাদের ক্ষমতা প্রয়োগের মাধ্যমে ১৮২৪ দিন যে ক্ষমতায় আছে তাকে পরিবর্তন করতে পারেন এবং দুর্নীতিবাজদের প্রতিহত করতে পারেন। তাই আসুন আমরা সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করি।
এনপিপির চেয়ারম্যান বলেন, রাজনীতিবিদরা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পরিবারকেন্দ্রিক হয়েছে। যার উদাহরণ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তারা নিজ নিজ স্ত্রীকে এমপি বানিয়েছেন। এসব দলের মধ্যে অন্য কোনো যোগ্য নেতা-কর্মী কি নেই? আমরা যদি ক্ষমতায় যাই, তাহলে আমার স্ত্রীকে এমপি বানাব না। দলের ত্যাগী নেত্রীকেই মহিলা এমপি বানাব।
শেখ ছালাউদ্দিন ছালু বলেন, অস্থির ও সংঘাতময় রাজনীতি থেকে মুক্তির একমাত্র উপায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকার দিকে দেশবাসী তাকিয়ে আছে। আমাদেরও প্রত্যাশা, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অর্পিত দায়িত্ব পালনে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। এক্ষেত্রে গণতন্ত্র বিকাশ মঞ্চ নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- গণতন্ত্র বিকাশ মঞ্চের সদস্য সচিব মহিউদ্দিন আহাম্মেদ বাবলু, স্টিয়ারিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, মো. ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম, মিসেস আশা সিদ্দিকা, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, মঞ্চের মুখপাত্র ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর), এনপিপির প্রেসিডিয়াম সদস্য শেখ ইকবাল হাসান স্বপন, শেখ জামাল উদ্দিন, মো. ইমরুল কায়েস প্রমুখ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন