পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায়-দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য সোলায়মান সেলিম।
সোমবার (৮ এপ্রিল) চকবাজারের রহমতগঞ্জ খেলার মাঠ প্রাঙ্গণে প্রায় একহাজার পরিবারের মধ্যে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।
ঈদসামগ্রী বিতরণ নিয়ে সোলায়মান সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ একত্রে বসবাস করছে। এ সম্প্রীতি আমাদের জাতিগত ঐতিহ্য। ‘ধর্ম যার যার উৎসব সবার’, প্রধানমন্ত্রীর এ উক্তি আজ দেশের সর্বমহলে প্রতিষ্ঠিত হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করছে। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। সবসময় আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে।
তিনি আরও বলেন, যে কোনো সংকটে পুরান ঢাকার মানুষের পাশে আমরা হাজী সেলিম পরিবার সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে। আগামী ২০৪১ সালের উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সর্বদা নিয়োজিত।
মন্তব্য করুন