কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ১০:২১ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ
হাইকমিশনারের সঙ্গে বৈঠক

বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন

বারিধারার ব্রিটিশ হাইকমিশন কার্যালয়ে সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বিএনপি নেতারা। ছবি : সংগৃহীত
বারিধারার ব্রিটিশ হাইকমিশন কার্যালয়ে সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বিএনপি নেতারা। ছবি : সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির আগামী দিনের রাজনৈতিক কৌশল বুঝতে চায় ব্রিটেন। এ লক্ষ্যে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় বারিধারার ব্রিটিশ হাইকমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যা চলে দুপুর ১টা পর্যন্ত।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। অন্যদিকে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে হাইকমিশনের পলিটিক্যাল সেকশনের কর্মকর্তারাও ছিলেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের পর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের এটি ছিল আনুষ্ঠানিক বৈঠক। নির্বাচনের পর বিএনপি ও যুগপতের মিত্ররা সংসদ বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিএনপি মনে করে, ঐক্যবদ্ধ থাকার কারণেই ক্ষমতাসীন দল ও সরকার বিএনপিকে ভাঙতে পারেনি, নানামুখী চাপ ও প্রলোভন দেখিয়েও নেতাদের নির্বাচনে নিতে পারেনি; দল হিসেবে এটা তাদের বড় বিজয় এবং নেতৃত্বের সফলতা। দলের এই ঐক্য ধরে রেখে এবং আরও সুসংহত করে সামনের দিকে অগ্রসর হতে চায় বিএনপি। তাই নির্বাচনোত্তর দলকে ঐক্যবদ্ধ রাখার ওপর গুরুত্ব দিয়েছে হাইকমান্ড। এর অংশ হিসেবে রমজানজুড়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেওয়া হয়েছিল। একই সঙ্গে দল-মত নির্বিশেষে পুরো জাতি এবং গণতন্ত্রকামী সব দলকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। তাদের প্রত্যাশা, এই ঐক্যের মধ্য দিয়েই আগামীর আন্দোলনে তাদের বিজয় অর্জিত হবে। জানা গেছে, ঈদুল ফিতরের পর এবার শিগগিরই যুগপতের শরিকদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করবে বিএনপি। এরপর নতুন নির্বাচনের দাবিতে রাজপথে সক্রিয় হবে দলটি।

বৈঠকের পর ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। সেখানে মির্জা ফখরুল, আমীর খসরু ও শামা ওবায়েদের সঙ্গে সারাহ কুকের একটি হাস্যোজ্জ্বল ছবি দেখা যায়। ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়, বিএনপির রাজনৈতিক কৌশল জানতে ও বুঝতে দলটির নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন সারাহ কুক।

শামা ওবায়েদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, ব্রিটিশ হাইকমিশনার আমাদের চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় আবেদ আলী ৩ দিনের রিমান্ডে

এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি

৩ দিনের ঈদ আনন্দ মেলার আয়োজন করবে ডিএনসিসি

জানুয়ারি মাতাবে পাকিস্তানি ৫ ড্রামা

হাদির হত্যা মামলা অধিকতর তদন্তের নির্দেশ

সংস্কার বাস্তবায়নে হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরি করতে হবে : ফারুক ওয়াসিফ

আসছে দুই দফায় ৬ দিনের ছুটি

স্থগিত বিপিএল, ক্রিকেটারদের আরেক আলটিমেটাম

কাঁচা নাকি পাকা পেঁপে, কোনটি ভালো জেনে নিন

‘এন মোহাম্মাদ সম্ভাবনার নতুন বিশ্বাসে’- ডিলার কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত 

১০

বিপিএল স্থগিত, মেট্রোরেলের বাড়তি ট্রিপ নিয়ে নতুন সিদ্ধান্ত

১১

২০২৬ সালের জেসিআই ইন বিজনেস কমিটি ঘোষণা

১২

বাগানে ফেলে রাখা ব্যাগে বোমা, বিস্ফোরণে স্কুলছাত্র আহত 

১৩

নাটকীয়তা শেষে মনোনয়ন জমা দিলেন আবুল কালাম 

১৪

ইরানে হামলার খায়েশ নেই : ট্রাম্প

১৫

প্রার্থিতা ফিরে পেলেন হুম্মাম কাদের

১৬

মেরাজ কি রজবের ২৭ তারিখেই হয়েছিল?

১৭

ধানের শীষ পবিত্র মার্কা, বদনাম হতে দিব না : শামা ওবায়েদ 

১৮

মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর

১৯

মেরাজ সফরে যাঁদের সঙ্গে দেখা হয়েছিল নবীজির (সা.)

২০
X