যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ বলেছেন, নিপীড়িত মানুষের স্বার্থে আওয়ামী লীগ রাজনীতি করে। মানুষের যখন কষ্ট হয় তখন যুবলীগ ঘরে বসে থাকে না।
শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর ফার্মগেটে যুবলীগের উদ্যোগে সুপেয় পানি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এদিন রাজধানীর ৩৫টি স্পটে যুবলীগের উদ্যোগে পথচারী ও গরিব মানুষের মাঝে পানি ও ছাতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফজলে শামস পরশ বলেন,
এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। এ ছাড়া প্রতিটি জেলা-উপজেলায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে যুবলীগ।
অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, দেশে দেশবিরোধী শক্তি আছে, সেটা বিএনপি-জামায়াত। বরাবরই সরকারের দোষ খুঁজতে থাকে তারা।
মন্তব্য করুন