গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক জোট গণতন্ত্র মঞ্চের নেতারা।
তারা বলেছেন, ক্ষমতাসীনরা এখন বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। ক্ষমতা হারানোর আতংকে তারা দিশেহারা। সে কারণে অত্যাচার-নির্যাতনের পথ বেছে নিয়েছে। তবে এতে লাভ হবে না। মানুষ জেগে উঠেছে। তারা এবার বিজয়ী হয়েই ঘরে ফিরবে।
বুধবার (১৯ জুলাই) পুরানা পল্টন মোড়ে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে দ্বিতীয় দিনের পদযাত্রা শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের নেতারা এসব কথা বলেন।
পদযাত্রাপূর্ব সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গণআন্দোলনের মধ্য দিয়ে এই ভোট ডাকাত দুর্নীতিবাজ সরকারকে বিদায় দেওয়া হবে। ক্ষমতা হারানোর ভয়ে এই সরকার এখন দিশেহারা। এজন্য তারা বিরোধীদের ওপর হামলা করছে। আগামীতে এদের প্রতিটি অপরাধের বিচার করা হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতান্ত্রিক ধারার ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। বিরোধীদের তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। মানুষের সমর্থন না থাকায় সন্ত্রাসকে তারা প্রধান অবলম্বন করেছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, হামলা আর গুলি চালিয়ে মানুষকে তারা ভয় দেখাতে চায়, মানুষ যাতে রাস্তায় না নামে। কিন্তু এবার মানুষকে ঘরে আটকে রাখা যাবে না। এই সরকারকে বিদায় দিতেই মানুষ রাস্তায় নামছে। এই মানুষেরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে বিদায় দেবে।
ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু বলেন, এই সরকারকে বিদায় দিতে মানুষ এখন ঐক্যবদ্ধ। কোনো ছলচাতুরি করে এবার আর ক্ষমতায় থাকা যাবে না। তিনি আন্দোলনকে গণঅভ্যুত্থানের পথে নিয়ে যেতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
মান্নার সভাপতিত্বে এবং নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা ফরিদুল হক প্রমুখ।
পরে পুরানা পল্টন মোড় থেকে মতিঝিল-আরামবাগ হয়ে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় আরও অংশ নেন মঞ্চের কেন্দ্রীয় নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, জেএসডির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বেলায়েত হোসেন, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা বাবুল বিশ্বাস, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদারুল ভূইয়া প্রমুখ।
মন্তব্য করুন