বিএনপির ঢাকা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। এই সরকারের অধীনে কেনো নির্বাচনই বৈধ নয়। তাই দলের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন আমরা সম্মিলিতভাবে উপজেলা নির্বাচন বর্জন করব। এই বাকশালী আওয়ামী সরকারের পতনের জন্য আমাদের চলমান আন্দোলনকে আরও বেগবান করে এই সরকারের পতন ঘটিয়েই ছাড়ব ইনশাআল্লাহ।
সোমবার (১৩ মে) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আসন্ন দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন বর্জন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে ও আমির হোসেন দোলনের পরিচালনায় এ আলোচনা সভায় সম্মিলিতভাবে আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন