সরকার পদত্যাগের চলমান এক দফার যুগপৎ আন্দোলনে এনডিএম (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন) ও বিএনপি ঐকমত্যে পৌঁছেছে।
শুক্রবার (২১ জুলাই) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেলে ঘণ্টাব্যাপী বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, এই সভায় আমরা ঐকমত্যে পৌঁছেছি, এক দফা আন্দোলনে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের সব দলের পক্ষ থেকে ইতোমধ্যে ঘোষণা হয়েছে। আজকে এনডিএম এই এক দফাকে সমর্থন করে এই ফ্যাসিস্ট দখলদার অবৈধ সরকার পতনের আন্দোলনে আমাদের সঙ্গে তারা যোগ দিয়েছে। আগামীতে আমরা যুগপৎ আন্দোলনের যে কর্মসূচি দেব সেখানে এনডিএমের কার্যকর ভূমিকা থাকবে এবং তারা ওই কর্মসূচিগুলোতে যোগ দেবে।
এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আমাদের আজকে আলোচনা হয়েছে পার্টি টু পার্টি এনডিএম ও বিএনপির মধ্যে। বিএনপি যে এক দফা আন্দোলনের ডাক দিয়েছিল সেখানে আমরা একাত্মতা ঘোষণা করে গত ১৫ জুলাই এক দফা আন্দোলনের ডাক দিয়েছি। আমরা একসঙ্গে আছি। দাবি আমাদের একটাই এই প্রধানমন্ত্রী, এই নির্বাচন কমিশন ও এই সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব না, আমরা কেউ এই নির্বাচনে যাব না। আগামী নির্বাচন আন্দোলনের মাধ্যমে আমরা জাতিকে একটা সুষ্ঠু নির্বাচন দেব। আলোচনায় নতুন নির্বাচনকালীন সরকার কেমন হতে পারে সেটা আমাদের দলের প্রস্তাবনাগুলো আজকে বিএনপির নেতৃবৃন্দের কাছে তুলে দিয়েছি।
তিনি বলেন, আজকে আমাদের মধ্যে আলোচনা হয়েছে যে, আমরা এই যুগপৎ আন্দোলনে মাঠে রাজপথে একসঙ্গে থাকব। আমরা যুগপৎ আন্দোলনের কর্মসূচি আলাদাভাবে করব যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের পতন না হয়। একইসঙ্গে বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, তারেক রহমানসহ সব বিরোধী নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান এনডিএম প্রধান।
বৈঠকে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান, কেন্দ্রীয় নেতা মমিনুল আমিন, নুরুজ্জমান হিরা, শাহেদুল আজিম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
মন্তব্য করুন