আগামী ২৭ জুলাই রাজধানী ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। সরকারবিরোধী এক দফা আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি থেকে আজ শনিবার (২২ জুলাই) এ মহাসমাবেশের কথা ঘোষণা করবে দলটি।
আজ বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, একই কর্মসূচি আজ বিকেলে গণতন্ত্র মঞ্চের নেতারাও ঘোষণা করবেন। বিকেল সাড়ে ৩টায় মেহেরবা প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয় থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্য করুন