এবার দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে ‘তারুণ্যের জয়যাত্রা’ ব্যানারে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের ঘোষণা দিয়েছে যুবলীগ।
রবিবার (২৩ জুলাই) যুবলীগের দপ্তর বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশ’ থেকে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান এ ঘোষণা দিয়েছিলেন ২৪ জুলাই সমাবেশ হবে।
এর আগে বিএনপির তিন যুব-ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল রাজধানী ঢাকাসহ ছয়টি বড় শহরে ‘তারুণ্যের সমাবেশ’ করে। এর প্রতিবাদে ‘তারুণ্যের জয়যাত্রা’ ব্যানারে সমাবেশের ঘোষণা দিল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।
এদিকে শনিবার (২২ জুলাই) বিকেলে ‘তারুণ্যের সমাবেশ’ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদের বিলুপ্তি, নির্বাচন কমিশন পুনর্গঠনে এক দফা দাবিতে আগামী ২৭ জুলাই রাজধানী ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছেন। তার বিপরীতেই বরাবরের মতো পাল্টা এই কর্মসূচির ঘোষণা দিল যুবলীগ।
মন্তব্য করুন