হিরো আলম ইস্যু নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছিলেন, ভোটের দিন পুলিশকে না জানিয়ে একই কেন্দ্রে দ্বিতীয়বার যাওয়ায় হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ। সেই সুযোগে দুষ্কৃতকারীরা তার ওপর হামলা করে।
পুলিশ কমিশনারের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ ভেতরে আসেনি। আমি কেন আপনাকে বলে কেন্দ্রে ঢুকতে যাব। আপনি আমাকে নিরাপত্তা দেবেন।
রোববার (২৩ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এমন প্রতিক্রিয়া জানান।
হিরো আলম বলেন, ডিএমপি কমিশনার বলেছেন, আমি একই কেন্দ্রে নাকি দুবার গিয়েছিলাম। কিন্তু আমি তাকে (ডিএমপি কমিশনার) বলতে চাই, আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন, আমি একই কেন্দ্রে দুবার গেছি কিনা।
আরও পড়ুন : জীবনের নিরাপত্তাহীনতার জন্য পুলিশকে দায়ী করলেন হিরো আলম
তিনি আরও বলেন, যখন তারা আমার ওপর আক্রমণ করে, তখন উচিত ছিল তাদের বের করে দেওয়া। আমাকে নিরাপত্তা দেওয়া, অথচ পুলিশ তা করেনি।
আমাকে যখন মারধর করছিল তখন বাইরে বিজিবি ছিল। আমি জীবন বাঁচাতে বিজিবির কাছে গেলাম, একটা লোকও গাড়ি থেকে নামেনি। সেই হিসেবে ডিএমপি কমিশনারের বক্তব্য দুঃখজনক।
মন্তব্য করুন