বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন পর্যায়ে যেসকল ব্যক্তি ও প্রতিষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় পরিসরে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তাদের সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সংগঠনটি।
সোমবার (২৪ জুন) রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২৬ জুন হতে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট টুর্নামেন্টের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মাদক বাল্যবিবাহ যৌতুক রুখবোই, স্মার্ট বাংলাদেশ গড়বোই’। বাংলাদেশ ছাত্রলীগ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, এই আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে দেশের বিভিন্ন পর্যায়ে যেসকল ব্যক্তি ও প্রতিষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় পরিসরে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তাদের সম্মাননা প্রদান করার।
এ লক্ষ্যে, পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় পর্যায়ে যেসকল ব্যক্তি ও প্রতিষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ভূমিকা রেখেছেন তাদের সম্পর্কে (৩০ জুনের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে, ইমেইলে ও হটলাইনে যোগাযোগ করে) তথ্য প্রদান করার আহ্বান জানানো হচ্ছে।
মন্তব্য করুন