কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মুক্তিতে রাজপথে রুখে দাঁড়াতে হবে : মির্জা আব্বাস 

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক প্রস্তুতি সভায় কথা বলেন মির্জা আব্বাস। ছবি : কালবেলা
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক প্রস্তুতি সভায় কথা বলেন মির্জা আব্বাস। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি নিয়ে আন্দোলন করছি না, মুক্তির দাবি নিয়ে আন্দোলন করছি। এখন সকলকে দলের জন্য, দেশের জন্য এবং খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াই করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে সাহস করে রাজপথে রুখে দাঁড়াতে হবে। রাজপথে রুখে দাঁড়ালেই খালেদা জিয়ার মুক্তি মিলবে।

বুধবার (২৬ জুন) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী শনিবার নয়াপল্টনে অনুষ্ঠেয় বিএনপির সমাবেশ সফলে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়াকে আবদ্ধ রাখা মানে দেশকে শৃঙ্খলিত করে রাখা- এমন মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, আজকে খালেদা জিয়া যদি মুক্ত থাকতেন, তাহলে এই সরকার দেশটা নিয়ে যা ইচ্ছে তা করতে পারত না। খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। খালেদা জিয়া গণতন্ত্রের স্তম্ভ। এই দেশকে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া কোনো পথ নেই।

তিনি বলেন, ১/১১ এর সময় জেলখানায় খালেদা জিয়াকে সেই সময়ের সরকার কয়েকটি প্রস্তাব দিয়েছিল। সে প্রস্তাব মানলে তাকে মুক্তি দেওয়া হবে এবং রাজনীতি করতে কোনো বাধা দেওয়া হবে না। সে শর্ত মানলে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হতো। তাই সেদিন খালেদা জিয়া কোনো আপস করেননি।

প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে এবং দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক ও মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, মহানগর উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, আতাউর রহমান চেয়ারম্যান, এজিএম শামসুল হক, আখতার হোসেন, হাজী মোস্তফা জামান, উত্তরের সদ্য সাবেক সদস্য হাজী মো. ইউসুফ, এবিএমএ রাজ্জাক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনবে সরকার

হাদি হত্যাকাণ্ডের চার্জশিট নিয়ে ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া

ক্রিকবাজের দাবি / আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি

নতুন যে বার্তা দিলেন ‍মুস্তাফিজ

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

২৮ ভরি স্বর্ণ জামায়াত প্রার্থীর, পেয়েছেন বিয়েতে উপহার

বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা টিআইবির

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

মেশিনেই ফের জকসুর ভোট গণনার সিদ্ধান্ত

চেকপোস্টে ফাঁকি দিয়ে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ

১০

আকাশ গো ওটিটির যাত্রা শুরু

১১

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার

১২

গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা অনাকাঙ্ক্ষিত

১৩

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

১৪

তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও ৩ জন

১৫

জকসুর ভোট গণনা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

১৬

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার 

১৭

বিশ্বকাপে ভারতে না গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি!

১৮

কৃষক লীগ নেতা আব্দুর রহমান গ্রেপ্তার

১৯

চট্টগ্রামে জামায়াতের কোটিপতি প্রার্থী, সম্পদ কত?

২০
X