বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী শনিবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশের অনুমতির বিষয়ে কথা বলতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে যাবে দলটির একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৫টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে যাবে প্রতিনিধি দলটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধি দলে থাকবেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এর আগে সমাবেশের অনুমতি চেয়ে গতকাল বুধবার ডিএমপি কমিশনার বরাবর আবেদন জানিয়েছে দলটি। এই অনুমতির বিষয়ে জানতে আজ বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপিতে যাচ্ছে।
মন্তব্য করুন