

ইতালির ব্রেসিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইতালি আওয়ামী লীগ ব্রেসিয়া শাখার পূর্ণাঙ্গ কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুন) স্থানীয় একটি হলরুমে ব্রেসিয়া আওয়ামী লীগের সভাপতি মো. কাজল মাদবরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুল হাসান সুমনের পরিচালনায় নে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ ছাড়াও বঙ্গবন্ধুসহ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইতালি আওয়ামী লীগের সহসভাপতি দীন মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি শ্রী অনুপ কুমার ঘোষ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব শুভ, ফারুক মুন্সী, হেলাল মিয়া পলাশ । শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রেসিয়া আওয়ামী লীগের প্রথম সদস্য রুবেল খান, সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান, সহসভাপতি রানা চৌধুরী, সহসভাপতি আব্দুস সাত্তার, সহসভাপতি শামীম মাঝি, রাবির হোসেন রবি, সদস্য জাবের আহমেদ খন্দকার, বাদশা বেপারী, আমজাদ হোসেন, গাউসুল আজম আমিন, যুগ্ম সম্পাদক বাবু মৃধা, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান মোহন, প্রচার সম্পাদক লিটন গোরাপি, সাংস্কৃতিক সম্পাদক গোপাল, দপ্তর সম্পাদক জসিম চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে ৭১ সদস্য বিশিষ্ট ইতালি আওয়ামী লীগ ব্রেসিয়া শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন