কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় প্রতিবাদ জানিয়ে দেশে দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এর ধারাবাহিকতায় বুধবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
বিক্ষোভে বিভিন্ন স্লোগান দিয়ে প্রবাসীরা দেশে সাম্প্রতিক সহিংসতার নিন্দা ও প্রতিবাদ করেন। এ সময় তারা সব ধরনের সহিংতার বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করেন।
এদিকে অভিযোগ উঠেছে, টাইমস স্কয়ারে বিক্ষোভ চলাকালে সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সময় টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকি। এ সময় বিক্ষোভকারীরা তার ওপর হামলায় চালান। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ওই হামলার নিন্দা জানিয়েছে স্থানীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার।
সেখানে বলা হয়েছিল, ৯ম থেকে ১৩তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওইসব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো।
এ পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলামসহ সাত শিক্ষার্থী। এর প্রেক্ষিতে গত ৫ জুন ২০১৮ সালের জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট।
এরপর থেকেই সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। কোটা পুনর্বহালের প্রতিবাদে নানা স্থানে বিক্ষোভ করেন কোটাবিরোধীরা। ঢাবি ছাড়াও বিক্ষোভ হয় জাবি, জবি, রাবি, সাত কলেজসহ দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজে।
পরবর্তীতে নানা ঘটনার মধ্যদিয়ে এ বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়।
মন্তব্য করুন