কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্র গঠনে তরুণদের জায়গা করে দিতে হবে : সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ছবি : কালবেলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশ সংস্কার করতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তরুণদের চিন্তা ক্ষমতা প্রবীণদের থেকে বেশি। তারা এখন নতুন করে চিন্তা করছে। আগামীর রাষ্ট্রক্ষমতা তরুণদের হাতে তুলে দিতে হবে। যেটা তারেক রহমান বারবার বলছেন।

স্থানীয় সময় রোববার (৪ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ডাটা গ্ৰুপ অডিটরিয়ামে অনুষ্ঠিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান আরও বলেন, রাষ্ট্র কাঠামোকে জনবান্ধব, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতেই ৩১ দফার রূপরেখা ঘোষণা করা হয়েছে। এটি কোনো দলীয় স্বার্থ নয় বরং জাতীয় স্বার্থের ভিত্তিতে গৃহীত একটি যুগান্তকারী পরিকল্পনা। এই জাতি এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে ক্ষেত্র বিশেষে সংস্কারের প্রয়োজন আছে। এটি একটি চলমান প্রক্রিয়া।

তিনি বলেন, বিএনপি যখন হাজার হাজার গায়েবি মামলায় জর্জরিত, লাখ লাখ নেতাকর্মী জেলখানায় বন্দি, ঠিক তখনই বিএনপি শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কারের প্রস্তাব করেছিল। বিএনপি সবসময় রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছে , আন্দোলন করছে, আরেকদিকে দেশ গঠনের চিন্তা করেছে।

স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, বিএনপির সরকারে থাকে অথবা বিরোধী দলে থাকে বিএনপির সবসময় জনগণের সঙ্গে সম্পর্কিত এবং সবসময় চেষ্টা করে জনগণের সঙ্গে থাকতে, জনগণকে সঙ্গে রাখতে। দেশের মানুষের স্বার্থরক্ষায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রবাসের নেতাকর্মীদের স্ব-স্ব অবস্থান থেকে কাজ করে যেতে হবে। স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনে প্রবাসী নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্মরণ করে কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

সভাপতির বক্তব্যে ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি প্রকৌশলী হাফিজ খান সোহায়েল বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্রের কোনো পন্থা নেই। নির্বাচন ছাড়া গতানুগতিক রাজনৈতিক নেতারা দুর্নীতির সুযোগ পাচ্ছে। বিএনপি ক্ষমতায় বসার জন্য নির্বাচন চায় না। বিএনপি নির্বাচন চায় জণগণের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য।

অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন ও বেগম মেহেরুন্নেসা।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ওয়াশিংটন ডিসি বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী এম রহমান, সহসভাপতি মজনু মিয়া, ভার্জিনিয়া বিএনপির সভাপতি জহির খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল। উল্লেখ্য, আলোচনা সভায় বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মাষ্টমীতে কেশবপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

জুলাই সনদের খসড়ায় যা আছে

বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, ডুবেছে ফসলি জমি

আটলান্টিকে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’, কখন কোথায় আঘাত হানবে 

বাঘায় খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

চাঁদার দাবিতে কারখানায় হামলা, আহত ৫

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিএনপির দোয়া

কোচিংয়ে অস্ত্র-বিস্ফোরক, খায়রুজ্জামান লিটনের ভাইসহ আটক ৩

বিএনপির পক্ষে পাবনা-১ আসনে সাংবাদিক এম এ আজিজের প্রচারণা

জুলাই সনদ বাস্তবায়নে ৮ অঙ্গীকারনামা

১০

‘এই দেশ সবার’ জন্মাষ্টমীর শোভাযাত্রা থেকে সম্প্রীতির আহ্বান

১১

ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু

১২

উৎসাহ-উদ্দীপনায় জন্মাষ্টমী উদযাপিত

১৩

রোববার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৪

চার দিনে সচল হলো শেবাচিমের ৯৫টি অচল মেশিন

১৫

শুধু ধূমপানই নয়, যেসব খাবারেও ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ে

১৬

পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস

১৭

চট্টগ্রাম বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা

১৮

আমাদের আসন দিয়ে কেনা যাবে না : হাসনাত আব্দুল্লাহ

১৯

মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো শিশুদের স্মরণে চিঠি প্রদর্শনী

২০
X