ইতালির রোমে এলপিজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের সময় সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর দগ্ধ হয়েছেন ফ্রান্সেস্কো ও মার্কো নামে দুই পুলিশ। তারা Questura di Roma-তে কর্মরত ছিলেন।
জানা গেছে, বিস্ফোরণের সময় আতঙ্কিত সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে গিয়ে তারাই সবচেয়ে বেশি তাপপ্রবাহ ও দগ্ধতার শিকার হন। তাদের সাহসিকতা রোমজুড়ে প্রশংসিত হচ্ছে।
চিকিৎসাধীন অবস্থায় জানিয়েছেন, প্রয়োজনে আবারও একই কাজ করতে দ্বিধা করব না।
এরইমধ্যে হাজারো মানুষ তাদের দ্রুত আরোগ্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমানে তারা রোমের Policlinico Umberto primo হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
চিকিৎসকদের ভাষায়, তাদের অবস্থা স্থিতিশীল, তবে পূর্ণ সুস্থতা পেতে কিছুটা সময় লাগবে। সবার প্রত্যাশা এই দুই সাহসী অফিসার খুব দ্রুত সুস্থ হয়ে আবারও গর্ব ও ভালোবাসা নিয়ে তাদের সম্প্রদায়ের সেবায় ফিরে আসবেন।
মন্তব্য করুন