বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা: বাংলাদেশি ব্যবসার বিশ্বমুখী সম্ভাবনা

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

নিউইয়র্কের হৃদয় বলা হয় টাইমস স্কয়ারকে। সেই প্রাণকেন্দ্রের ম্যারিয়ট মার্কুইস হোটেলে আগামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শুরু হচ্ছে চতুর্থ নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার এক্সপো ২০২৫। শুধু নামের জৌলুস নয়, এই আয়োজনের ভেতর লুকিয়ে আছে—বৈশ্বিক বাজারে বাংলাদেশের অগ্রযাত্রার সোপান।

গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স এবং বাংলাদেশ ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ২০২২ সাল থেকে নিয়মিতভাবে এই আয়োজন করছে। এ আয়োজনের প্রতিপাদ্য—ক্রিয়েটিং ইকোনমিক অপরচুনিটিজ সেইপিং এ বেটার ফিউচার টুগাদের— ‘অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করি, গড়ি উন্নত ভবিষ্যৎ’। মূল স্লোগানেই ধরা পড়েছে নতুন প্রজন্মের ব্যবসা দৃষ্টিভঙ্গি।

প্রতিবছরের মতো বাংলাদেশ এবারেও বিশেষভাবে আলোচনায় থাকবে। পোশাক শিল্প, তথ্যপ্রযুক্তি এবং পাট—এই তিন খাতকে আলাদা গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যেই লুকিয়ে আছে দেশের রপ্তানি সম্ভাবনার এক প্রতিচ্ছবি। যে দেশ একসময় শুধুই পোশাক শিল্পে সীমাবদ্ধ ছিল, সে দেশ এখন পাটজাত পণ্যে বিশ্বকে চমক দেখাচ্ছে, তথ্যপ্রযুক্তিতেও নতুন বাজারে প্রবেশের স্বপ্ন দেখছে।

উদ্বোধনী আসরে থাকছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হকুল, যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস্টিন জিলিব্র্যান্ড, ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের প্রধান কেলি লোফলার এবং বাণিজ্য দপ্তরের উপসচিব পল ডেবর। মূলধারার এই নেতারা উপস্থিতি প্রমাণ করছে যে, আয়োজনটি কেবল প্রবাসীদের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং আমেরিকার অর্থনৈতিক অঙ্গনের নজরও এর দিকে রয়েছে।

প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন থেকে দশ সদস্যের প্রতিনিধিদল যোগ দিচ্ছে। ইতালি, যুক্তরাজ্য, স্কটল্যান্ড ও পোল্যান্ড থেকে অংশ নিচ্ছেন শিল্পপতি, ব্যবসায়ী ও নীতিনির্ধারকরা। ইতালি থেকে আসছেন ইতালি-বাংলাদেশ চেম্বারের সভাপতি ও আগ্রাবাদ গ্রুপের প্রধান মোহাম্মদ ইরাদ আলী; টাটকা কোম্পানির স্বত্বাধিকারী সিআইপি এমদাদুর রহমান চৌধুরী; সিকে ফুড লিমিটেডের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম; ভেনিস গ্লাস অ্যান্ড ফ্যাশন লিমিটেডের নির্বাহী পরিচালক এম এম রহমান ও পরিচালক মাকসুদা বেগম; ম্যাকমার্ট গ্রুপ লিমিটেডের নির্বাহী পরিচালক ফায়সাল আলম।

যুক্তরাজ্য থেকে থাকছেন এনটিভি ইউরোপের নির্বাহী পরিচালক সাবরিনা হুসাইন এবং যুক্তরাজ্য-বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অলি খান এমবিই এফআরএসএ। স্কটল্যান্ড থেকে আসছেন সংসদ সদস্য ফয়সাল চৌধুরী এমবিই এমএসপি। পোল্যান্ড থেকে থাকছেন ব্যবসা উপদেষ্টা মনসুর মাহবুব। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ফায়সাল আলম, যিনি ইউরোপ সমন্বয়কের দায়িত্বে আছেন।

এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের জন্য শুধুই প্রদর্শনী নয়। এটি প্রবাসী তরুণ উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা বিশ্ববাজারের প্রবণতা বুঝতে পারে, বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নেটওয়ার্ক গড়তে পারে এবং বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোকে নতুন আঙ্গিকে উপস্থাপন করতে পারে। এক্সপোতে যুক্তরাষ্ট্রের দুই শতাধিক স্টলের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের দুটির মতো প্রতিষ্ঠান।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নতুন শুল্কনীতি আরোপ করার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সারা বিশ্বের বাণিজ্য পুনর্বিন্যাস করতে হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার এক্সপোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধির একটা সুযোগ হিসেবেও দেখা হচ্ছে।

বাংলাদেশের পোশাক শিল্পকে ঘিরে এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে এক ধরনের আস্থা তৈরি হয়েছে। কিন্তু তার বাইরেও পাট, চামড়া, তথ্যপ্রযুক্তি এবং কৃষিজাত পণ্যে দেশটি নতুন দিগন্ত খুঁজছে। নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা সেই পথচলার সেতু।

প্রবাসী বাংলাদেশিরা শুধু সংস্কৃতি বা সামাজিক কর্মকাণ্ডে নয়, ব্যবসা-বাণিজ্যেও নতুন পরিচয় গড়ে তুলছেন। নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা তাদের গর্বের আয়োজন। এটি প্রমাণ করছে, বাংলাদেশিরা এখন আর কেবল শ্রমশক্তি নয়; বরং ব্যবসা ও বাণিজ্যের সৃজনশীল নেতৃত্বেও এগিয়ে আসছে। এক সময় প্রবাসীরা বাংলাদেশকে উপস্থাপন করতেন গান, কবিতা আর সাংস্কৃতিক আসরে। আজ তারা দেশকে তুলে ধরছেন বৈশ্বিক অর্থনীতির মঞ্চে। নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা তাই কেবল একটি বাণিজ্য প্রদর্শনী নয়; এটি বাংলাদেশি স্বপ্ন, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের প্রতীক।

নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার এক্সপো ২০২৫-এর আহ্বায়ক ডা. জিয়াউদ্দিন আহমেদ বাংলাদেশি ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের এ এক্সপোতে যোগ দিয়ে বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরকুট দিয়ে বৈদ্যুতিক মিটার চুরি

এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

সাংবাদিকদের ওপর হামলা, সাতছড়ির সেই রেঞ্জ কর্মকর্তা বরখাস্ত

সংবিধান আদেশে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ বিশেষজ্ঞদের

এসিআই-এ ফিল্ড রিসার্চ অফিসার পদে নিয়োগ

আলী রীয়াজ / চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা

ইতিহাসের সবচেয়ে ভয়ংকর ৬ নারী অপরাধী

নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি দিল কাতার

আফগানদের হারানোর ম্যাচে নতুন মাইলফলক বাংলাদেশের

জেমস বন্ড রূপে রণবীর সিং

১০

বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের

১১

ম্যানেজার ও কর্মীদের বেঁধে টয়লেটে রেখে ব্যাংক থেকে ২০ কোটি রুপির স্বর্ণ লুট 

১২

কুড়িগ্রামের সব নদীর পানি বাড়ছে, প্লাবিত নিম্নাঞ্চল

১৩

ঢাকার রাশিয়ান হাউসের উদ্যোগে আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উদযাপন 

১৪

দুর্গন্ধ ছড়ালে সন্দেহ হয় এলাকাবাসীর, বের হয়ে আসে লোমহর্ষক দৃশ্য

১৫

বিমানবন্দরে ধরা খেলেন পাকিস্তানের ২২ ‘খেলোয়াড়’

১৬

প্রেম-বিচ্ছেদ নিয়ে যা বললেন তানিশা মুখার্জি

১৭

ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা, কারণ জানাল বিএসসিএল

১৮

দ্রুত নির্বাচন দিতে প্রতিদিন ১৮ ঘণ্টা কাজ করবেন নেপালের প্রধানমন্ত্রী

১৯

‘আমাদের জীবন যেন থেমে আছে এই মহাসড়কে’

২০
X