কালবেলা প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রের পক্ষে বিদেশিদের কথা অভ্যন্তরীণ হস্তক্ষেপ নয় : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। পুরোনো ছবি

গণতন্ত্রের পক্ষে বিদেশিদের কথা বাংলাদেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মঈন খান বলেন, ‘গণতন্ত্র সর্বজনীন বিষয়, এটার কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা নেই। কেউ যদি বলে, অন্য দেশের কেউ বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কথা বলায় বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ- তা ঠিক নয়। পৃথিবীর সব দেশের নাগরিকদের অধিকার রয়েছে-পৃথিবীর প্রতিটির ভূখণ্ডের গণতন্ত্র নিয়ে কথা বলার, প্রশ্ন তোলার। কোনো ভূখণ্ডে গণতন্ত্র নষ্ট হলে এটা পুরো পৃথিবীর গণতান্ত্রিক ভারসাম্যে নেতিবাচক প্রভাব পড়ে।’

রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে জার্মানির বন শহরে আমরা বাংলাদেশি ও বিএনপির নেতাকর্মী-শুভাকাঙ্ক্ষিদের আয়োজিত এক ওয়েবিনারে ‘বিএনপি প্রতিষ্ঠার ৪৫ বছরে প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, আজকে আমরা একটি জিনিস চাই, সেটা হলো এ দেশের মানুষের ভোটের অধিকার। যার জন্য জিয়াউর রহমান ১৯৭১ সালে যুদ্ধ করে এ দেশ ছিনিয়ে এনেছেন। বিএনপিও শান্তিপূর্ণ-গণতান্ত্রিক-নিয়মতান্ত্রিকভাবে জিয়াউর রহমানের হারানো ভোটাধিকার ফিরিয়ে আনবে। কারণ দলটি জিয়াউর রহমানের চেতনায় উজ্জীবিত।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় ছিল, এখন দীর্ঘদিন ক্ষমতার বাইরে। কিন্তু ক্ষমতায় থাকায় চরম স্বার্থকতা নয়, আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও অজনপ্রিয়। তারা আজ অন্ধকারাচ্ছন্ন। তাদের সামনে পিছনে কোনো পথ নেই।

তিনি আরও বলেন, আজকে যখন বিরোধী দল গণতন্ত্রের কথা বলে, তখন ১ লাখ ১০ হাজার মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে। কিন্তু আওয়ামী লীগ মামলা-হামলা-জুলুম-নিপীড়ন করে ক্ষমতায় থেকে জনগণের মন জয় করতে পারেনি। তারা জনগণের মনে জায়গা করে নিতে পারেনি, যেমনটি জিয়াউর রহমান ও তার দল বিএনপি করতে পেরেছে।

আজকে এই সময়ে এসে বাংলাদেশের তৃণমূলের মানুষ একাত্ম হয়ে গেছে বিএনপির একদফা আন্দোলনে। এটাই বিএনপির বাংলাদেশি জাতীয়তাবাদের বড় অর্জন বলে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আজকের আমাদের (বিএনপি) সমাবেশে লাখ লাখ লোক অংশগ্রহণ করেছে। তারা সবাই বিএনপির কর্মী নয়-তারা গণতন্ত্র-মানবাধিকার-ভোটাধিকারের জন্য বিএনপির সমাবেশে আসেন।

তিনি বলেন, যখন জিয়াউর রহমানকে আততায়ীরা শহীদ করেছেন- তখন কিছু বিশ্লেষক-পর্যবেক্ষক বিএনপিকে নিয়ে উক্তি করেছিলেন যে- জিয়াউর রহমান মারা গেছেন। এখন বিএনপিও মারা যাবে- বড়জোর দেড় মাসের (৪৫ দিন) মধ্যে বিএনপি বিলীন হয়ে যাবে। কিন্তু আজ ৪৫ দিন নয়, ৪৫ বছরেও বিএনপি বিলীন হয়নি, বরং আজও বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল জিয়াউর রহমানের বিএনপি। বিএনপি শুধু বিএনপি নয়, বিএনপি বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, যতদিন বাংলাদেশ থাকবে, ইনশাল্লাহ বিএনপিও ততদিন থাকবে।

বিজ্ঞান ও প্রযুক্তিতে জিয়াউর রহমানের দূরদৃষ্টি ছিল, তার ক্ষমতায় সময় তিনি এসব বিষয়ে জোড় দিয়েছিলেন বলেও জানান মঈন খান।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, তখনই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। তখন বিদেশে খাদ্য রপ্তানিও করে। ওই সময় জিয়াউর রহমানের মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রী ছিলেন আমার মরহুম পিতা আবদুল মোমেন।

বিএনপি ক্যান্টনমেন্টে জন্ম- আওয়ামী লীগের এমন অভিযোগের জবাবে মঈন খান বলেন, বিএনপির জন্ম যদি ক্যান্টনমেন্টে হয়ে থাকে তাহলে সেই ১৯৭৮ সালে জন্ম নেয়া বিএনপি কীভাবে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছে? কীভাবে ভিন্নমতের জায়গা করে দিয়েছে? আর আওয়ামী লীগের প্রতিও একটি প্রশ্ন– তা হলো আপনাদের জন্ম তো রূপমহলে, তাহলে এ রকম একটি দল কীভাবে ১৯৭৪ সালে মাত্র ১১ মিনিটে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছে? সব দলকে নিষিদ্ধ করেছে? কেন একদলীয় বাকশাল কায়েম করেছেন?

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয়তাবাদের পরিপূর্ণতা লাভ করেছে বাংলাদেশি জাতীয়তাবাদ। যেখানে উগ্র জাতীয়তাবাদের কোনো স্থান নেই, যেমনটি আমরা জার্মানি-ইতালিতে দেখেছি।

তিনি বলেন, এই বাংলাদেশি জাতীয়তাবাদে এক দলীয় শাসনের কোনো সুযোগ নেই, এখানে বহুত্ববাদকে উৎসাহিত করেছে- যেখানে সর্বজনীনতা ফুটে উঠেছে। এ ভূখণ্ডের সব জনগোষ্ঠীকে একত্র করেছে, অন্যান্য ক্ষুদ্র-নৃ গোষ্ঠীকে সম্মানিত করেছে। বাঙালি জাতীয়তাবাদে চাকমা-মারমা ইত্যাদি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে উপেক্ষা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রার্থিতা ফিরে পেয়ে আশার কথা শোনালেন হিরো আলম

মাদ্রাসা সুপারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

টাকার বিনিময়ে মাদ্রাসা সহকারী সুপার পদে নিয়োগের অভিযোগ

বিতর্কিত জলসীমায় চীন-ফিলিপাইনের জাহাজের সংঘর্ষ

চট্টগ্রামে মেয়রের গাড়ির ধাক্কায় ২ পুলিশ সদস্য আহত

যেভাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পলাশের কাছে পৌঁছলেন সেই ভক্ত

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বুটেক্স শিক্ষার্থীর

বল প্রয়োগ, ভীতি প্রদর্শন করলে ভোট বাতিল : ইসি

এসএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

ইসরায়েল নামক দুষ্ট ছেলে ‘আমেরিকার সন্তান’ : ওবায়দুল কাদের

১০

ফুটবলে বিকেএসপি নিষিদ্ধ

১১

হুমকির ‍মুখে জীববৈচিত্র্য / জাতীয় উদ্যানে কভারবিহীন বৈদ্যুতিক তার, বন্যপ্রাণীর মরণ ফাঁদ!

১২

ডেঙ্গুতে ৯ মৃত্যু

১৩

হাউজিংয়ের খেলার মাঠ প্লট আকারে বিক্রি করা যাবে না : মেয়র আতিক

১৪

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দের শ্রদ্ধা

১৫

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদই ইসরায়েলের লক্ষ্য : জর্ডান

১৬

ঝুঁকিপূর্ণ পিচ, পরিত্যক্ত বিগ ব্যাশের ম্যাচ

১৭

জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের সময় জানাল ইসি

১৮

ফেসবুকে ছড়িয়ে পড়া এসএসসি পরীক্ষার রুটিনটি ভুয়া

১৯

৪৬তম বিসিএসের আবেদনপ্রক্রিয়া শুরু

২০
X