সৌদি আরবে সঙ্গে ব্যবসায়িক পরিধি বাড়াতে দেশটির রিয়াদ চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা চেম্বার অব কমার্সের ব্যবসায়ীরা। সোমবার (৩০ অক্টোবর) রাজধানী রিয়াদ চেম্বার অব কর্মাসের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনায় অংশ নিতে সামীর সাত্তারের নেতৃত্বে ৬১ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে পেতে দলটি বর্তমানে সৌদি আরব সফরে রয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন রিয়াদ চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান নাইফ আবদুল্লাহ আল রাজিহ ও ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি মো. সামীর সাত্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাস ইকোনমিক কাউন্সিলর, জেদ্দা কমার্শিয়াল কাউন্সিলরসহ সৌদি ব্যবসায়ী এবং বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা।
রিয়াদ চেম্বারের ভাইস চেয়ারম্যান নাইফ আবদুল্লা আল রাজিহ বলেন, সম্প্রতি ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। আগামীতে সৌদি সম্ভাবনাময় খাতগুলো বাংলাদেশের উদ্যোক্তারা আরও বেশি বিনিয়োগে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন।
এদিকে ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি মো. সামীর সাত্তার বলেন, ২০২৬ সালে মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে। তাই আমাদের পণ্য বহুমুখীকরণের পাশাপাশি বাজার সম্প্রসারণে আরও বেশি মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে দুদেশের উদ্যোক্তাদের মধ্যে প্রায় ১২০ টি বিটুবি অনুষ্ঠিত হয়। আগামীতে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে ঢাকা চেম্বার ও রিয়াদ চেম্বার অব কর্মাসের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এ সময় সমঝোতা চুক্তি সই করেন ডিসিসি আই সভাপতি সামীর সাত্তার ও রিয়াদ চেম্বার অব কর্মাসের ভাইস চেয়ারম্যান নাইফ আবদুল্লা আল রাজিহ।
মন্তব্য করুন