সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তারা মিয়া (৪০) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের বড়াইল গ্রামের সুলতান মৃধার ছেলে তিনি।
রাওনা ইউনিয়ন পরিষদের সদস্য নিজামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সৌদি আরবের দাম্মাম শহরে স্থানীয় সময় রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তারা মিয়া ২০২২ সালে চাকরি নিয়ে সৌদি আরবের দাম্মাম শহরে যান। পরিবারের সচ্ছলতা আনতে সেখানে তিনি কনট্রাকশনের কাজ করতেন। দুর্ঘটনার দিন রাতে কাজের জন্য বের হন তিনি। সৌদি আরব সময় রাত ৩টার দিকে দাম্মাম শহরের রাস্তায় কাজ করার সময় তাদের বহনকারী কোম্পানির গাড়িকে পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মিয়ার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম বলেন, প্রবাসী তারা মিয়ার মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন