মালয়েশিয়া সেরেম্বান এলাকায় গত রাতে অভিযান চালিয়ে ১১০ জন অভিবাসনকে আটক করেছে নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন।
অভিযানের সময় সেলাঙ্গর, মেলাকা, কেএলআইএ, জাতীয় নিবন্ধন বিভাগ, এপিএম এবং ইসলামিক ধর্মীয়বিষয়ক রাজ্য বিভাগের ৩১৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অভিযানের সময় পালানোর চেষ্টা করায় মিয়ানমারের একজন মহিলা আনুমানিক ১০ মিটার উঁচু একটি দ্বিতীয় তলা ভবন থেকে পড়ে মাথায় আঘাত পাই বলে জানা যায়। মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম)-এর সহায়তায় দ্রুত চিকিৎসা দেওয়া হয়।
স্টেট ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আইক কিয়াং বলেন, বৈধ পাস ছাড়ায় বিদেশিরা দোকান নিয়ে ব্যবসা করে আসছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান করা হয়েছে। অভিযানে ৬২৮ জন বিদেশিদের কাগজপত্র যাচাইবাছাই করে ১১০ জনকে বিভিন্ন অভিবাসন বিধি লঙ্ঘন করায় আটক করা হয়। তাদের অভিবাসন আইনের ধারা 6(1)(c) এবং অতিরিক্ত থাকার জন্য 15(1)(c) এর অধীনে তদন্ত করা হবে।
আটককৃতদের মধ্যে ৬৪ জন মিয়ানমারের নাগরিক, ১৩ জন ইন্দোনেশিয়ান, ১০ জন বাংলাদেশি, ৬ জন ভারতীয়, ৯ জন পাকিস্তানি, ৬ জন শ্রীলঙ্কান এবং ২ জন নেপালি নাগরিক।
মন্তব্য করুন