বগুড়া ও সাভার প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১২:৫৫ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মশার কয়েল নকল চক্রের বিরুদ্ধে বড় আঘাত

ধ্বংস করা হয় নকল মশার কয়েল। ছবি : কালবেলা
ধ্বংস করা হয় নকল মশার কয়েল। ছবি : কালবেলা

সুপরিচিত ‘ড্রাগন ও বাওমা মশার কয়েল’ ব্র্যান্ডের নকল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে দেশজুড়ে নকলবিরোধী অভিযানে বড় সাফল্য এসেছে। সম্প্রতি বগুড়া ও ঢাকার সাভারে অভিযান পরিচালনা করে বিপুল নকল কয়েল জব্দ ও ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে এই নকল চক্রের মূল হোতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।​

​মঙ্গলবার (২৮ অক্টোবর) বগুড়ার ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার সাভারের নগরকোন্ডা/দাসপাড়া এলাকায় এক বিশাল অভিযান পরিচালনা করে র‍্যাব-৪ (নবীনগর ক্যাম্প)। সন্ধ্যা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এই অভিযান চলে। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মো. নাহিদ ইসলাম (৩৮) পরিচালিত ‘লামিয়া কনজুমার প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানের EURO মশার কয়েল কারখানায় বিপুল নকল ও অবৈধ পণ্য জব্দ করা হয়। প্রতিষ্ঠানটি ড্রাগন, বাওমাসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মশার কয়েল নকল করছিল বলে অভিযোগ উঠেছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল কয়েল। প্রশাসনের উপস্থিতিতে জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে জব্দকৃত এই নকল পণ্য ধ্বংস করা হয়।

অবৈধভাবে নকল পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে ঘটনাস্থলেই ইউরো কয়েলের মালিক মো. নাহিদ ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে ড্রাগন ও বাওমাসহ নিয়মিত তিনটি পৃথক ব্র্যান্ডের নকলের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া, ইউরো কয়েলের কর্মচারী রবীন্দ্র বণিক-এর বিরুদ্ধেও এই চক্রের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

এর আগে বগুড়ায় পরিচালিত অভিযানে নকল ড্রাগন ও বাওমা কয়েল উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত মোহাম্মদ আশরাফুলকে হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নকল কয়েল উৎপাদন ও বিপণনে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং চক্রের মূল সদস্যদের নাম প্রকাশ করেন।

আশরাফুলের দেওয়া তথ্য অনুযায়ী, এই চক্রের সঙ্গে ইউরো কয়েলের মালিক মো. নাহিদ ইসলাম, এ টু জেড কয়েলের মালিক মো. নুরুজ্জামান, পাবনার হাফিজুর রহমান এবং গাজীপুরের রবীন্দ্র বণিক-এর মতো ব্যক্তিরা জড়িত।

ড্রাগন ও বাওমা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নকলবিরোধী অভিযান সারা দেশে অব্যাহত থাকবে। তারা ভোক্তাদের কাছে নকলমুক্ত, নিরাপদ ও কার্যকর পণ্য সরবরাহে বদ্ধপরিকর এবং নকল পণ্য উৎপাদন ও বিপণনে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি তাদের ভোক্তা, ডিলার, ডিপো ও বিক্রেতাদের নকল পণ্য কেনা-বেচা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সে আপনার অ্যাকাউন্ট লক হতে পারে যে কারণে

নারায়ণগঞ্জে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ ফুটবলার

‘তৎপরতা জানান দিতে আ.লীগের ঝটিকা মিছিল, ৩ হাজারের বেশি গ্রেপ্তার’

জার্মান চ্যান্সেলরকে তুলোধুনো করলেন এরদোয়ান

অতিরিক্ত ক্যালসিয়াম শরীরের ক্ষতি করছে নাতো!

স্টেডিয়ামে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারালো পুলিশবাহী বাস, আহত ২০

পরিত্যক্ত বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

অভিনেতা মন্টুর ছেলেসহ তিন সহযোগী কারাগারে

ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন

১০

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সহজ জয়

১১

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ৭৯০

১২

সম্পর্কের মূল চাবিকাঠিই ‘ব্যক্তিগত সম্মান’

১৩

‘পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৪

বসুন্ধরা কিংস ম্যানেজারের বিরুদ্ধে কুয়েতে সাংবাদিকদের অসহযোগিতার অভিযোগ

১৫

ক্রিকেট মাঠ থেকে এবার মন্ত্রিসভায় ভারতের সাবেক অধিনায়ক

১৬

এক এনআইডিতে সর্বোচ্চ কত সিম, কবে থেকে কার্যকর

১৭

সুস্থ থাকার জন্য ৫ সহজ দৈনন্দিন অভ্যাস

১৮

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

১৯

ভৈরবকে জেলার দাবিতে মহাসড়কে নামাজ আদায়

২০
X