সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘বিবিসির সাক্ষাৎকারে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
ভিডিওটির মন্তব্যঘরে অধিকাংশ নেটিজেনকে ওই দাবির পক্ষে মতামত দিতে দেখা যায়। তবে এটি সত্য নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওই ভিডিও সাম্প্রতিক সময়ে বিবিসিকে দেওয়া শেখ হাসিনার কোনো সাক্ষাৎকারের ভিডিও নয় বরং, এটি ২০০৭ সালে আল জাজিরাকে দেওয়া পুরোনো সাক্ষাৎকারের ভিডিও।
অনুসন্ধানের শুরুতে ভিডিওটির ক্যাপশন পর্যবেক্ষণ করে এতে বিবিসির কথা উল্লেখ পাওয়া যায়। ওই তথ্যের সূত্র ধরে বিবিসির ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট যাচাই করে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার এমন কোনো সাক্ষাৎকার খুঁজে পাওয়া যায়নি।
পরে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও থেকে কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ২০০৭ সালে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার ইউটিউব চ্যানেলে ২০০৭ সালের ২৮ এপ্রিল ‘Frost Over The World – Sheikh Hasina Wazed -27 Apr 07’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ৮ মিনিট ৫৬ সেকেন্ডের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর একটি অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
ওই ভিডিওটির ৩ মিনিট ২২ সেকেন্ডে উপস্থাপক ডেভিড ফ্রস্টকে প্রশ্ন করতে দেখা যায়, আপনি কি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান? এর উত্তরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এটা আমাদের জনগণের ওপর নির্ভর করে। আমাদের জনগণ যদি আমাকে চায়, তাহলে। এটা জনগণই সিদ্ধান্ত নেবে। আমি এটা কীভাবে বলতে পারি? অবশ্যই আমি আমার জনগণের সেবা করতে চাই। আমি আমার জনগণের জন্য কাজ করতে চাই।’
অর্থাৎ ওই ভিডিও সাম্প্রতিক কোনো সাক্ষাৎকারের নয়। সাম্প্রতিক সময়ে বিবিসিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
মন্তব্য করুন