কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জাকাত প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত

আইএফএ কনসালটেন্সির উদ্যোগে দিনব্যাপী জাকাত প্রশিক্ষণ কর্মশালা। ছবি : সৌজন্য
আইএফএ কনসালটেন্সির উদ্যোগে দিনব্যাপী জাকাত প্রশিক্ষণ কর্মশালা। ছবি : সৌজন্য

আইএফএ কনসালটেন্সির উদ্যোগে গতকাল ২ মার্চ, (শনিবার) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী জাকাত প্রশিক্ষণ কর্মশালা। রাজধানীর কাওরান বাজার এলাকায় টিসিবি অডিটোরিয়ামে কর্মশালাটির আয়োজন করা হয়। কর্মশালাটি প্রযোজিত হয়েছে অরোরা স্পেশালিস্ট হসপিটালের সৌজন্যে। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী, চাকরিজীবী, উলামা ও ছাত্রসহ নানা পেশার প্রায় চার শতাধিক মানুষ কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় জাকাতের নানা প্রসঙ্গ নিয়ে দিনব্যাপী আলোচনা হয়। বিশেষত করপোরেট জাকাত, জাকাত অডিট, জাকাত ম্যানেজমেন্ট ও গভর্নেন্স বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। দুপুর পর্যন্ত দুটি সেশন ও বিকালে একটি সেশন মোট তিনটি সেশনে জাকাতের মৌলিক সকল দিক তরুণ বিজ্ঞ মুফতি সাহেবরা তুলে ধরেন।

সেশনের ফাঁকে ফাঁকে ছিল প্রশ্নোত্তর ও কুইজ পর্ব। লাইভ কুইজ পদ্ধতি উপস্থিতিদের এক ভিন্ন মাত্রার আনন্দ প্রদান করে। সব মিলিয়ে দিনব্যাপী কর্মশালাটি ছিল বেশ প্রাণবন্ত। এ ছাড়া প্রোগ্রামটি আন্তর্জাতিক শারিয়াহ মানদণ্ড প্রণয়নকারী প্রতিষ্ঠান এ্যাওফি কর্তৃক ২ ঘণ্টা সিপিডি আওয়ার হিসেবে স্বীকৃত ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস ড. ওলিউর রহমান। তিনি বলেন, ইসলামী অর্থনীতির নানা শাখা রয়েছে। এর মধ্যে অন্যতম একটি শাখা হলো জাকাত। জাকাতের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা খুব একটা লক্ষ করা যায় না। তবে জাকাতের সামগ্রিক বিষয় নিয়ে আজকের প্রোগ্রামটি ছিল একেবারেই ব্যতিক্রম। জনপ্রিয় ইসলামি স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ জাকাত আদায়ের সচেতনতার দিকটি গভীরভাবে তুলে ধরেন। তিনি বলেন, সুন্দরভাবে জাকাত আদায় করতে পারা সৌভাগ্যের ব্যাপার। জাকাত থেকে বাঁচার জন্য ফন্দি-ফিকির করা কোনোভাবেই কাম্য নয়। এ ছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মুহাম্মদ আব্দুল মান্নান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রিসার্চ বিভাগের প্রধান আতিকুর রহমান খান খাদেম সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইভেন্ট পার্টনার হিসেবে ছিল মুসলিম ওন্টরপ্রেইনারস কমিউনিটি। কো-স্পন্সর হিসেবে ছিল বিনিয়োগ.আইও, হালাল ইনভেস্টমেন্ট, বেঙ্গল ইসলামী লাইফ ইনস্যুরেন্স লি.,হিজামা প্লানেট, সোপান, কুটুম্বিতা, সাবা সানাবিল ফাউন্ডেশন। নলেজ পার্টনার হিসাবে ছিল-মারকাযু ইকতিসাদিল ইসলামী (সেন্টার ফর ইসলামিক ইকনোমিকস স্টাডিস), আদল অ্যাডভাইজরী মালয়েশিয়া, আল-কলম ইসলামিক সেন্টার, আসলাফ একাডেমি, বিদ্যাপিঠ। ফুড পার্টনার বিফ ওয়ালা,প্লোমার্ট গিফট পার্টনার হিসাবে ছিল, নিরাময়, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ও আস-সুন্নাহ ফাউন্ডেশন।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে আইএফএ কনসালটেন্সির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবদুল্লাহ মাসুম বলেন, ‘ইসলামী অর্থনীতির অন্যতম সৌন্দর্য হলো এই জাকাত। বর্তমান অর্থনীতির দুনিয়ায় সম্পদের সুষম বণ্টন সবচেয়ে বড় মাথা ব্যাথার কারণ। অথচ এই জাকাতে রয়েছে এর সঠিক সমাধান। প্রবল দরিদ্রতার সমাধান চলমান অর্থনীতি আজও করতে ব্যর্থ হচ্ছে। অথচ এর জন্য প্রয়োজন সম্পদের সম্পূর্ণ রূপান্তর। এই গুণ একমাত্র জাকাতে নিহিত।

’কর্মশালার সমাপনী বক্তব্যে আইএফএ কনসালটেন্সির সহপ্রতিষ্ঠাতা পরিচালক ড.মুফতি ইউসুফ সুলতান বলেন, ‘‘আজকের এ কর্মশালার মূল পয়েন্ট হলো সামনে থেকে আমাদের জাকাত যথাযথভাবে হিসাব করতে হবে, জাকাতের আলোচনা ছড়িয়ে দিতে হবে ও এমন প্রোগ্রাম ভবিষ্যতে আরো বেশি করতে হবে।’

অনুষ্ঠানে আইএফএ কনসালটেন্সি শরিআহ কনসালটেন্সি বিভাগের হেড মুফতি যুবায়ের আব্দুল্লাহ, সেন্টার ফর ইসলামিক ইকনোমিকস স্টাডিসের সহকারী প্রধান মুফতি আহসানুল ইসলাম, আইএফএ কনসালটেন্সির রিসার্চার মুফতি আবু বকর নাবিল, মুফতি রাফি রিদওয়ান, মুফতি লুকমান হাসান, মুফতি মনজুরুল হাসানসহ একাধিক শারিয়াহ স্কলার ও মুফতি জাকাতের নানান প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আলোচকদের মাঝে জনাব আশরাফুল আউয়াল চৌধুরীও ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসু নির্বাচন / ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল

এনআইডি সংশোধনের বাতিল হওয়া আবেদন পুনরায় করার সুযোগ

চায়ের দোকানদারদের মেধাবী সন্তানদের সম্মাননা দিল ‘নাম্বার ওয়ান ব্র্যান্ড’

গণপিটুনিতে নিহত রূপলালের ছেলে এখন বাবার পেশায়

বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ

মহিলাদের মধ্যে বাড়ছে হার্ট ব্লকের ঝুঁকি, নেপথ্য কারণ জানালেন বিশেষজ্ঞ

বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা

ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরতে শুরু করেছে : উপদেষ্টা আসিফ

নারীদের সব বিউটি পার্লার বন্ধের নির্দেশ তালেবানের

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে চীনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

মতিঝিলে কালবেলার সাংবাদিকের ওপর হামলা

১১

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস / গুম থেকে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান

১২

নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জামায়াতের

১৩

দেশ কে চালাচ্ছে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে : ইসলামী আন্দোলন

১৪

মঞ্চে আপত্তিকর স্পর্শ, ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা অভিনেত্রীর

১৫

লিটনের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় বাংলাদেশের

১৬

ফের বাড়ল স্বর্ণের দাম

১৭

ট্রাম্পের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, কী ঘটেছে?

১৮

নির্বাচনে সমতল জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি : তারেক রহমান

১৯

অবসরপ্রাপ্ত শিক্ষক মাহমুদ উল্লাহর ইন্তেকাল

২০
X