বাংলাদেশে মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে শ্রীরাধা দত্তের ‘বাংলাদেশ অন এ নিউ জার্নি’ বইটি। বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ (বিএফআরএস) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর যৌথ উদ্যোগে বইটির মোড়ক উন্মোচিত হয়েছে।
‘বাংলাদেশ অন এ নিউ জার্নি’ বইটির সম্পাদনা করেছেন ড. শ্রীরাধা দত্ত। তিনি ভারতের একজন সুপরিচিত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক।
ড. শ্রীরাধা দত্ত সম্পাদিত বইটি আন্তর্জাতিক মঞ্চে দক্ষ কূটনীতি এবং টেকসই সংযুক্তির মাধ্যমে উল্লেখযোগ্য অর্থনৈতিক ও কৌশলগত লক্ষ্য অর্জনে দেশের সম্ভাবনার ওপর জোর দিয়েছে। বইটি বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ককে সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন এর সম্পাদক।
ব্লুমসবিউরি প্রকাশনী থেকে প্রকাশিত বইটির নির্ধারিত মূল্য ৩১৯৯ টাকা। বইটি এখন মূল্যছাড়ে বাংলাদেশে পাওয়া যাচ্ছে ২৭২০ টাকায়।
মন্তব্য করুন