শেষের পথে ইউরোপের দেশগুলোর ফুটবল শ্রেষ্টত্বের লড়াই উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ২৪ দল নিয়ে শুরু হওয়া ফুটবল আসর থেমেছে ৪ দলে। গতকাল নিশ্চিত হয়ে গিয়েঠিল সেমির ২ দল। আর শনিবার (৬ জুলাই) সুইজারল্যান্ড আর তুরস্ককে বিদায় করে শেষ দুই দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস।
সেমিফাইনালের আগে অবশ্য দলগুলো ৩ দিন সময় পাচ্ছে প্রস্তুতির। ১০ ও ১১ জুলাই হবে দুই সেমিফাইনাল । বাংলাদেশ সময় রাত ১টায় হবে ম্যাচগুলো।
The semi-finals are set pic.twitter.com/dv0qMMscPJ
— GOAL (@goal) July 6, 2024প্রথম সেমিফাইনালে জার্মানির মিউনিখে হবে ফ্রান্স ও স্পেনের জমজমাট লড়াই আর দ্বিতীয় সেমিফাইনালে ডর্টমুন্ডে লড়বে নেদারল্যান্ডস ও ইংল্যান্ড। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।
ইউরোর সেমিফাইনালের সূচি:
তারিখ ম্যাচ ভেন্যু সময় ১০ জুলাই স্পেন-ফ্রান্স মিউনিখ রাত ১টা ১১ জুলাই নেদারল্যান্ড-ইংল্যান্ড ডর্টমুন্ড রাত ১টা
মন্তব্য করুন